ওয়েব ডেস্ক: ব্যাট কিংবা কিবোর্ড যেটাই থাকুক না কেন হাতে, বীরু যে সব মঞ্চেই মারকাটারি একথা আর আলাদা করে বলে দিতে হয় না। বীরু ২২ গজে যে মেজাজে ছক্কা হাকাতেন ঠিক একই ভঙ্গিতে ওভার বাউন্ডারি মারছেন টুইটারেও। নোট বাতিল থেকে হকিতে ভারতের জয় কিংবা কাবাডি চ্যাম্পিয়নশিপ, জন্মদিন থেকে শোকবার্তা বীরুর এক একটা টুইট যেন মহাকাব্য হয়ে থাকছে। রসে টইটুম্বুর বীরুর ছোট ছোট টুইট খবরের কাগজের পাতায় পাতায় শিরোনাম হওয়ার সঙ্গেই সোশ্যাল নেটওয়ার্কেও মাঝে মধ্যেই ঝড় তুলছে। বিশেষ করে যখন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানের সঙ্গে টুইট যুদ্ধে জড়িয়েছেন বীরু, তখন তা সেকেন্ডের মধ্যেই ট্রেন্ডিং হয়ে গিয়েছে। এবারেও তার ব্যতিক্রম হল না। সেওয়াগের বছর শেষের টুইট, "আমার সঙ্গে কাটানো শ্রেষ্ঠ মুহূর্তের কথা টুইট কর। আমি তোমার জীবনে কতটা আনন্দ দিয়েছি?" এই টুইটের প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাংবাদিক পিয়ার্স মরগ্যান, "আমি তোমার জন্য ১০০০ দিন টুইটারে (ভারত) ট্রেন্ডিং ছিলাম, ধন্যবাদ"। পাল্টা জবাবে বীরুর টুইট দিল জিতে নিয়েছে প্রত্যেক ভারতীয়র। বীরেন্দ্র সেওয়াগ টুইট করেছেন, "উল্লাস, ভারতের হৃদয় অনেক বড়"। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING