জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেট রীতিমতো সৌভাগ্যবান যে, তিন ফরম্য়াটে এমন একজন খেলেন, যিনি যা খুশি করতে পারেন যখন তখন। হারতে বসা ম্য়াচও জিতিয়ে দিতে পারেন। তিনি 'ওয়ান অ্য়ান্ড অনলি' জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সারা পৃথিবী জানে যে, ভারতের কাছে কী ব্রহ্মাস্ত্রই না আছে। ফের একবার বুম...বুম...বুমরা বুঝিয়ে দিলেন যে, তিনি যতক্ষণ আছে, ভারত নিশ্চিন্তে থাকতে পারেন। খাদের কিনারা থেকে একা কাঁধে গোটা দল ও ১৪০ কোটি দেশবাসীকে তিনি তুলে আনতে পারেন জয়ের সরণিতে। ভারত-পাকিস্তান ম্য়াচের সেরা ক্রিকেটারকে নিয়ে এখনও চলছে চর্চা। বাইশ গজের ত্রাস এখন বুমরা। কী করে তিনি হলেন 'আগ্নেয়াস্ত্র'? এবার বিশ্লেষণ করলেন দুই প্রাক্তন কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস (Waqar Younis) ও ডেইল স্টেইন (Dale Steyn)। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্য়ানেলে ওয়াকার-ডেইল কথা বলেছেন বুমরাকে নিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Champions Trophy 2025: আট মাসেই ফের ভারত-পাক, রোহিতদের ঘর হচ্ছে লাহোর! এল বিরাট আপডেট


পাকিস্তানের সর্বকালের অন্য়তম সেরা পেসার ওয়াকার বলেন, 'দেখুন, জসপ্রীত বুমরা ক্লাস অ্যাক্ট। যেভাবে ও বল করে, আপনাকে প্রশংসা করতেই হবে। খুবই স্মার্ট। ও জানে যে, ওকে ঠিক কী করতে হবে। পিচটা খুব ভালো পড়ে ফেলতে পারে। আমি ওকে এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে বল করতে দেখলাম না। যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনও পিচে ও জানে ঠিক কী করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে ওর পারফরম্য়ান্স ছিল টপ ক্লাস। ওকে নতুন বল দেওয়া হয়নি। তৃতীয় ওভারে বল দেওয়া হয়েছিল। বাবর-রিজওয়ানের উইকেট দ্রুত তুলে নিয়ে পাকিস্তানের শিরদাঁড়া ভেঙে দিয়েছিল।'


প্রোটিয়া সুপারস্টার স্টেইনও মজে বুমরায়। তিনি বলেন, ' আমার মনে হয় বুমরার মুন্সিয়ানা লুকিয়ে ওর লেন্থে। লাইন নিয়ে ওর কোনওদিন সমস্য়া হয়নি। স্ট্রেইট ইয়র্কার থেকে ওয়াইড ইয়র্কার। সব করতে পারে অনায়াসে। যেটা বলছিলাম, ওর লেন্থ কিন্তু কথা বলে। ভারতে বল করলে লেন্থ বদল করতে হয়। একটু ফুল লেন্থে করতে হয়। কখনও আবার শর্ট। যখন যেটা প্রয়োজন হয়। ও এখানে কী সুন্দর লেন্থ নিয়ন্ত্রণ করল। ব্য়াটারদের সত্য়িই কিসসু করার ছিল না। কোনও সুযোগই দেয়নি বুমরা। এমনকী হাফ ভলিও করেনি।'


পাকিস্তানের আগুনে বোলিংয়ের সামনে কার্যত ছারখার হয়ে গিয়েছিল ভারতের তারকা সমৃদ্ধ ব্য়াটিং লাইন-আপ। টস হেরে প্রথমে ব্য়াট করে রোহিত শর্মারা মাত্র ১৯ ওভার ব্য়াট করে ১১৯ রান তুলেছিল। তবে অতি বড় ভারতের সমর্থকও ভাবতে পারেননি যে, এই ম্য়াচে রোহিতরা জিতে যাবেন। বুমরার (৩/১৪) কল্য়াণেই ভারত শেষ ওভারে এসে রুদ্ধশ্বাস মহারণ ছয় রানে জিতে যায়। বুমরা দুই ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের পাশাপাশি ইফতিখার আহমেদের উইকেট তুলে ভারতের হয়ে খেলা ঘুরিয়ে দেন। 


আরও পড়ুন: Jasprit Bumrah And Sanjana Ganesan: যতই পেশাদার হন না তাঁরা, দিনের শেষে তো সেই স্বামী-স্ত্রীই! বলেই ফেললেন...



 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)