নিজস্ব প্রতিবেদন : ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিসের। তিনি বলেন, যেভাবে বিরাট এগোচ্ছেন, তাতে অল্প দিনের মধ্যেই তিনি ব্যাটিংয়ের যাবতীয় বিশ্ব রেকর্ড ভেঙে দেবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি পাকিন্তানের হেড কোচ পদ থেকে অব্যহুতি নিয়েছেন ওয়াকার। তাঁর কথায়, কোহলি সাম্প্রতিকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার। তাঁর ব্যাটিং টেকনিকের প্রশংসা করে পাকিস্তানের এই প্রাক্তন স্পিডস্টার বলেন, যেখানে নিজের ফিটনেস তৈরি করেছেন বিরাট তাতে তাঁর বিরুদ্ধে কোনও বোলারই দাঁড়াতে পারবেন না।   


সচিন তেন্ডুলকর ব্রায়ান লারা বা রিকি পন্টিংয়ের মতো ব্যাটসম্যানদের সঙ্গে বিরাটের তুলনা প্রসঙ্গে ওয়াকার বলেন, তাদের বিরুদ্ধে আমি বল করেছি বহু ম্যাচে। তারা ছিলেন কিংবদন্তি। কিন্তু, বর্তমান সময়ে কোহলিই সেরা। কারণ ওর ফিটনেস ও দায়বদ্ধতা অসাধারণ। ওর ব্যাটিং দক্ষতার উন্নতি হচ্ছে।


আরও পড়ুন- ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ধোনিই প্রথম পছন্দ, স্পষ্ট করলেন প্রসাদ