সানরাইজার্সের নেতৃত্ব ছাড়লেন ডেভিড ওয়ার্নার
স্টিভ স্মিথের পথেই হাঁটলেন ডেভিড ওয়ার্নারও। স্যান্ডপেপার গেটের জেরে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব ছাড়লেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: স্টিভ স্মিথের পথেই হাঁটলেন ডেভিড ওয়ার্নারও। স্যান্ডপেপার গেটের জেরে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব ছাড়লেন তিনি।
আরও পড়ুন- ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাসনে পাঠালে আইপিএলে নেই স্মিথ-ওয়ার্নাররা
বল বিকৃতি কাণ্ডে অস্ট্রেলিয়ার অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পরেই আইপিএলে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ছাড়েন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেও ওয়ার্নার তখন আইপিএল নিয়ে কোনও পদক্ষেপ করেননি। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের দিকেই তাকিয়েছিল। ওয়ার্নার নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি তারাও। শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে ওয়ার্নার দোষী সাব্যস্ত হওয়ার পরেই আইপিএলে সানরাইজার্সের নেতৃত্ব থেকে নিজেই সরে দাঁড়ালেন তিনি। ওয়ার্নারের পরিবর্তে হায়দরাবাদের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শিখর ধাওয়ান।