ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে হেনস্থার শিকার ওয়াসিম আক্রম!
এভাবে কখনও অপমানিত হতে হয়নি।
নিজস্ব প্রতিবেদন : ইনসুলিন কাণ্ডে ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে চরম হেনস্থার শিকার হলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আক্রম। প্রাক্তন পাক তারকার অভিযোগ বিমানবন্দরে তাঁর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন কর্মীরা। ডায়াবেটিসের জন্য সবসময় ইনসুনিল সঙ্গে রাখতে হয় তাঁকে। আর সেখানেই বিপত্তি।
আক্রমের অভিযোগ ব্যাগ থেকে ইনসুলিন বার করতে বাধ্য করেছেন বিমানবন্দরের কর্মীরা। এর পর গোটা ঘটনা নিয়ে টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দেন ওয়াসিম আক্রম। তিনি লেখেন, "ম্যাঞ্চেস্টারে বিমানবন্দরের কর্মীরা খুব খারাপ ব্যবহার করলেন। ডায়াবেটিক রোগী বলে আমাকে সব জায়গায় ইনসুলিন নিয়ে যেতে হয়। কিন্তু এভাবে কখনও অপমানিত হতে হয়নি। ম্যাঞ্চেস্টারে বিমানবন্দরের কর্মীরাপ্রকাশ্যেওষুধের বাক্স থেকে ইনসুলিন বের করে প্লাস্টিক ব্যাগে ঢোকাতে আমায় বাধ্য করেছেন ..."
বিশ্বকাপে ধারাভাষ্য দিতেই ব্রিটেনে ছিলেন আক্রম। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে দিনে বেশ কয়েকবার ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হয় প্রাক্তন পাক অধিনায়ককে।
আরও পড়ুন - ক্যারিবিয়ান সফরে জাতীয় দলে ডাক না পাওয়ায় হতাশ শুভমান গিল!