IND vs PAK | World Cup 2023: `ওর কাকার ছেলে...`! বাবরকে ছিঁড়ে খেলেন আক্রম, কিংবদন্তি মানতে পারছেন না
Wasim Akram Rips Into Babar Azam: ওয়াসিম আক্রম ছিঁড়ে খেলেন ওয়াসিম আক্রমককে। পাক কিংবদন্তি মানতেই পারছেন না বাবরের এই আচরণ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের একপেশে 'মাদার অফ অল ব্য়াটল'-এর (IND vs PAK | World Cup 2023) সাক্ষী থেকেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ((Narendra Modi Stadium, Ahmedabad)। গত শনিবার লক্ষাধিক দর্শকের সামনে হেসেখেলে রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma) চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে উড়িয়ে দিল। পার্কে ঘুরতে আসার মেজাজে শনিবার খেলেছে টিম ইন্ডিয়া। রোহিত টস জিতে ব্য়াট করতে পাঠিয়েছিলেন বাবর আজমদের (Babar Azam)। ভারতীয়দের পেস-স্পিনের লাগাতার আক্রমণে মোতেরায় মুখ থুবড়ে পড়ে পাক ব্য়াটিং লাইন-আপ। ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে শেষ হয়ে যায় বাবরদের গল্প। সেই রান তাড়া করে ভারত ম্য়াচ জেতে সাত উইকেটে, হাতে ১১৭ বল রেখে। এদিন ম্যাচের পর একটি ঘটনা সোশ্যাল মিডিয়ার হৃদয় জয় করে নিয়েছে। মোতেরায় পাক অধিনায়ক বাবর ছুটে গিয়েছিলেন বিরাটের কাছে। ভারেতর ব্য়াটিং মায়েস্ত্রো তাঁর একটি জার্সিতে অটোগ্রাফ করে বাবরকে উপহার দেন। তবে এই ঘটনা মোটেই ভালো চোখে দেখেননি পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram)।
আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: বুমরার হাতে উঠল সেরার ট্রফি, পেসারের কৃতজ্ঞতা পাক কিংবদন্তিকে
ওয়াসিম একটি চ্যাট শোয়ে এসে সাফ বলেন যে, এভাবে লজ্জার হারের পর বাবরের মোটেই উচিত হয়নি হাসি মুখে বিরাটের থেকে হাত পেতে জার্সি নেওয়া। আক্রমের আপত্তি আরও এক জায়গায়। তাঁর বক্তব্য কেন ক্যামেরার সামনে বাবর এটা করল, সাজঘরে গিয়েও তো বাবর এটা করতে পারতেন! পাক পেসার অনুষ্ঠানে বলেন, 'আজ কোহলির থেকে জার্সি চাওয়ার দিন নয়। যদি বাবরের কাকার ছেলে কোহলির জার্সি চেয়ে থাকে, তাহলে সেটা বাবর ম্য়াচের পর ড্রেসিংরুমে গিয়ে করতে পারত।' মোতেরায় টস হেরে প্রথম ব্যাট করেছিল পাকিস্তান। ১৩ ওভারের মধ্যে ৭৩ রানে দুই ওপেনার ফিরে যান ডাগআউটে। এরপর ভারতের মাথাব্য়থার কারণ হয়ে দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানের দুই তারকা-বাবর ও মহম্মদ রিজওয়ান। এই প্রজন্মের অন্যতম সেরা জুটি অনায়াসে ব্য়াটিং করতে থাকেন মোতেরার পিচে। ১০৩ বলে ৮২ রান যোগ করেছিলেন বাবর-রিজওয়ান। ৫৮ বলে ৫০ করে বাবর ক্লিন বোল্ড হয়ে যান সিরাজের বলে। এরপরেই পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ ধসে যায়।
বাবর-বিরাটের সম্পর্ক বরাবরই ভালো। একে অপরকে অত্যন্ত সমীহ করেন। পারস্পরিক শ্রদ্ধাও দেখার মতো। গতবছর মাঝামাঝি সময়ের বিরাটের সঙ্গে এখনকার বিরাটের ফর্মের কোনও মিল নেই। অফ-ফর্ম তো নয়, যেন শনির দশা চলছিল! কোহলির জীবনকে যা দুর্বিসহ করে তুলেছিল! ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিশ্ববন্দিত ব্যাটার, ক্রিকেট কেরিয়ায়ের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। কপিল দেব, অজয় জাদেজা ও ভেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তনরা বলেছিলেন কোহলিকে এবার বসানো উচিৎ। বিরাটের ওই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন বাবর। ২০২১ টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে, টসের সময় কোহলি হাসি মুখে হাত রেখেছিলেন বাবরের কাঁধে। সেই ছবিই পোস্ট করে বাবর লিখেছিলেন যে, এই কঠিন সময় কেটে যাবে। বিরাটকে শক্ত থাকতে বলেছিলেন তিনি।
আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: বাবর ফিরতেই অরিজিতের দেদার সেলিব্রেশন! গায়কের ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)