ওয়েব ডেস্ক: আইপিএলের ফর্ম সিপিএলেও দেখা যাচ্ছে।  ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চেনা ছন্দে পাওয়া যাচ্ছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডেভিলিয়ার্সকে। শুধু স্ট্রাইক রেট, চার-ছক্কা, বড় রান নয় ডেভিলিয়ার্স মানে আরও  অনেক কিছু। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে সিপিএলে বেশ কিছু অনবদ্য ইনিংস খেলেছেন, কিন্তু সেব ইনিংস ছাড়িয়ে এই ঘটনাটা সবার নজর কেড়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এ বি ডেভিলিয়ার্স আসলে কে?


আরও পড়ুন- দল থেকে বাদ পড়লেন এই তারকা ক্রিকেটার


সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের বিরুদ্ধে ম্যাচে এক তরুণ বোলারকে ব্যাটসম্যানকে ভাল শিক্ষা দেন এবি। ৩২ বছরের এবি-কে ঘাতক বাউন্সারে জখম করেন ও.ইন্ডিজ অনুর্ধ্ব ১৯ দলের পেসার আলজারি জোসেফ। জোসেফের বাউন্সার এসে লাগে এবি-র মাথায়। তারপর..হ্যাঁ, তারপরের বলেই ছক্কা...এর থেকে ভাল শিক্ষা আর কী হতে পারে..


দেখুন সেই ভিডিও