নিজস্ব প্রতিবেদন: দুবাইয়ে অস্ট্রেলিয়া - পাকিস্তানের আলি আজহারের হাস্যকর রান আউটের পর ভাইরাল হল আরও এক রান আউটের ভিডিও। এবার সুদূর নিউ জিল্যান্ডের ওয়েলিংটন থেকে। ঘরোয়া প্লাংকেট শিল্ডের অটোয়া বনাম ওয়েলিংটন ম্যাচে রান নিতে গিয়ে পা পিছলে পড়লেন ২ ব্যাটসম্যানই। শুয়ে শুয়ে রান আউট হলেন মাইকেল রিপন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের ৪৭ ওভারের ঘটনা। হালকা ফ্লিক করে রান নেওয়ার চেষ্টা করেন মাইকেল রিপন। উলটো দিকে ছিলেন নাথান স্মিথ নামে এক ব্যাটসম্যান। নন স্ট্রাইকার এন্ড থেকে রান নিতে শুরু করতেই পা পিছলে পড়েন স্মিথ। তখনও উলটো দিক থেকে দৌড়ে যাচ্ছেন রিপন। কিছুক্ষণ পর পরিস্থিতি বিপজ্জনক বুঝে স্ট্রাইকার এন্ডে ফিরতে যান তিনি। ঘুরতে গিয়ে পা পিছলে পড়েন তিনিও। একবার উঠে দৌড়নো শুরু করতে আবার পড়ে যান রিপন। এরই মধ্যে বল নিয়ে স্ট্রাইকার এন্ডে উইকেট ভেঙে দেন ওয়েলিংটনের উইকেট কিপান লেচি জোনস। 


 



দিন কয়েক আগেই বিশ্বের সব থেকে আজব রান আউট হয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন পাকিস্তানের আজহার আলি। অন্য ব্যাটসম্যান আসাদ সফিকের সঙ্গে কথা বলতে ক্রিজের মাঝে এসে রান আউট হন তিনি। 


অবশেষে গড়াপেটার কথা স্বীকার করে নিলেন দানিশ কানেরিয়া


 



থার্ড ম্যানে পুশ করে আজহার ভেবেছিলেন বল বাউন্ডারি ছুঁয়েছে। কিন্তু বাউন্ডারির কিছু আগেই থেমে যায় বল। বল তুলে ফিল্ডার ফেরত পাঠাতেই রান আউট হন আজহার।