IPL 2019: জয়পুরে হাসির খোরাক বেন-বিনির `কমেডি ফিল্ডিং`, দেখুন ভিডিয়ো
হাই টেনশনের মুহূর্তে সোয়াই মান সিং স্টেডিয়ামের দর্শকদের যেন কমিক রিলিফ দিয়ে গেলেন বেন-বিনি জুটি।
নিজস্ব প্রতিবেদন : সোমবার জয়পুরে রাজস্থান বনাম দিল্লি ম্যাচে তখন হাই টেনশন। রাজস্থানের বিরুদ্ধে ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমেছে দিল্লি। দিল্লি ইনিংসের পেনাল্টিমেট ওভার চলছে। বল করছেন জোফ্রা আর্চার। অন সাইডে শূন্য মারলেন ঋষভ পন্থ। বল পড়ল নো ম্যানস ল্যান্ডে। তারপর সেই বল ধরতে হিমশিম খেলেন স্টুয়ার্ট বিনি থেকে বেন স্টোকস। হাই টেনশনের মুহূর্তে সোয়াই মান সিং স্টেডিয়ামের দর্শকদের যেন কমিক রিলিফ দিয়ে গেলেন বেন-বিনি জুটি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ঠিক কী হয়েছিল দেখুন...
১৯ তম ওভারের চতুর্থ বল করেছেন জোফ্রা আর্চার। অফ সাইডের বল লেগ টাইডে টেনে মারতে গিয়ে শূন্য মারলেন বল। বল গিয়ে পড়ল মাঠের মাঝখানে। বাউন্ডারি লাইন থেকে ছুটে এসে বল ধরতে গিয়ে মাঠেই গড়িয়ে পড়লেন স্টুয়ার্ট বিনি। এখানেই শেষ নয় বাউন্ডারির দিকে গড়িয়ে যাওয়া বল ধরতে ছুটলেন বেন স্টোকস। বল ধরলেন স্টোকস কিন্তু ছুঁড়তে গিয়ে বল হাত থেকে গেল ফসকে। তারপর মাটিতে বসেই বল থ্রো করলেন উইকেট কিপারকে উদ্দেশ্য করে। যদিও বাউন্ডারি হয়নি কিন্তু এই অবসরে তিন রান দৌড়ে নিয়ে নেন পন্থ আর ইনগ্রাম। নেট দুনিয়ায় সেই ভিডিয়ো পোস্ট হতেই রীতি মতো হাসির খোরাক হয়েছেন বেন স্টোকস আর স্টুয়ার্ট বিনি।
আরও পড়ুন- IPL 2019: সৌরভ স্যার আমাকে কোলে তুলে নিয়েছিলেন সেটাই বিশেষ অনুভূতি: পন্থ