নিজস্ব প্রতিবেদন: সোমবার পঞ্জাবকে ৪৫ রানে হারিয়ে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলছে হায়দরাবাদ। পঞ্জাব ম্যাচ দিয়েই এবারের আইপিএলের ইতি টেনেছেন ডেভিড ওয়ার্নার। ফর্মের তুঙ্গে থেকেই তিনি দেশে ফিরছেন বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে। যাবার আগে ইনস্টাগ্রাম থেকে টুইটারে বিদায়বার্তা সকলকেই ধন্যবাদ জানিয়েছেন অজি তারকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচ শেষে অরেঞ্জ আর্মি ফ্যানদের উদ্যেশ্যেও বিদায়বার্তা দেন ডেভিড ওয়ার্নার। কিন্তু গোটা ভিডিওটিতে ক্যামেরার পিছনে কার চোখ ছিল জানেন। তিনি আর কেউ নন হায়দরাবাদে ওয়ার্নারের সতীর্থ ভুবনেশ্বর কুমার। ওয়ার্নারের গোটা ভিডিওটি রেকর্ড করলেন ভুবি। ক্রিকেটার ভুবি হয়ে গেলেন ক্যামেরাম্যান ভুবি। 



ভিডিও বার্তায় ওয়ার্নার বলেন, "আপনারাই দলের মেরুদন্ড। আপনারা এগিয়ে আসুন। আরও বেশি সংখ্যাক মানুষ এসে আমাদের সাপোর্ট করুন। আমরা এটার প্রশংসা করি। মাঠে এসে আরও আওয়াজ করুন যাতে সেই আওয়াজ মাঠের ক্রিকেটাররাও শুনতে পায়"।


আরও পড়ুন - IPL 2019: আর দেখা যাবে না ওয়ার্নার ঝড়! আবেগঘন বিদায়বার্তা অজি তারকার