Yasir Arafat: কীর্তিতে ভাইরাল পাক ক্রিকেটারের পুত্র! দেখুন তার কাণ্ডকারখানা
খুদে বাঁ-হাতি জোরে বোলার অমর (Ammaar Arafat) তার বোলিংয়ে মোহিত করেছে। পরপর দু`বলে দু`টি নিখুঁত ইয়র্কারে প্রতিপক্ষের ব্যাটারদের ধরাশায়ী করেছে সে। ব্রোমলে সিসি (Bromley CC) ক্লাবের হয়ে জুনিয়র ক্রিকেটে এই কীর্তি করেছে অমর। অল্পের জন্য হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেছে সে।
নিজস্ব প্রতিবেদন: কথায় বলে 'বাপ কে বেটা, সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া!' অর্থাৎ পিতার প্রতিফলন অল্প হলেও থাকবে পুত্রের মধ্যে। প্রাক্তন পাক পেসার ইয়াসির আরাফতের ( Yasir Arafat) ছেলে অমর আরাফতের (Ammaar Arafat) সম্পর্কে এমনটা বলাই যায়। খুদে বাঁ-হাতি জোরে বোলার তার দুরন্ত বোলিংয়ে মোহিত করেছে। পরপর দু'বলে দু'টি নিখুঁত ইয়র্কারে প্রতিপক্ষের ব্যাটারদের ধরাশায়ী করেছে সে।
ইংল্য়ান্ডের ব্রোমলে সিসি (Bromley CC) ক্লাবের হয়ে জুনিয়র ক্রিকেটে এই কীর্তি করেছে অমর। অল্পের জন্য হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেছে সে। ইয়াসির নিজেই সেই ভিডিও টুইট করেছেন। যা ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। ২০০০-২০১২ পর্যন্ত পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে খেলেছেন ইয়াসির। ৩টি টেস্টে ৯ উইকেট নিয়েছেন তিনি। ১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর রয়েছে ৪ উইকেট। ১৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ইয়াসিরের রয়েছে ১৬টি উইকেট।
আরও পড়ুন: Sunil Gavaskar: মুম্বইয়ের আঁধারেও উজ্জ্বল এই তারকা! বড় ভবিষ্যদ্বাণী করলেন গাভাসকর