ওয়েব ডেস্ক: ক্যাপ্টেন কুল এবার ক্যাপ্টেন রেকর্ড সিক্সার। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে আন্তার্জাতিক ক্রিকেটে ছক্কার ডবল সেঞ্চুরি ধোনির। গতকাল মীরপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছক্কা মেরে দলের জয় এনে দেন ধোনি। এরসঙ্গেই ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন মাহি। সবকটি ফর্ম্যাট মিলিয়ে ধোনির ছক্কার সংখ্যা ২০০। ক্রিকেটার হিসেবে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে মেরেছেন ২৯৮টা ছয়।


অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরনের ফর্ম্যাট রিকি পন্টিং ১৭১টি, ব্র্যান্ডন ম্যাকালাম ১৭০টি, ক্রিস গেইল (১৩৪), সৌরভ গাঙ্গুলি ১৩২টি ওভার বাউন্ডারি মেরেছেন। তালিকায় ধোনির পরে যে চারজন আছেন তাদের মধ্যে তিনজনই অবসর নিয়ে ফেলেছেন। আর ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে ঝামেলা চলায় গেইলের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করাও বেশ কঠিন হবে। তাই ধোনির রেকর্ডটা বেশ কয়েক বছর অক্ষত থাকবে বলেই মনে হয়।