নিজস্ব প্রতিনিধি: জুলাই মাসে সীমিত ওভারের ক্রিকেট খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য বিসিসিআইয়ের বেছে নেওয়া ২০ সদস্যের দল এই মুহূর্তে আইসোলেশনে। মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে নিভৃতবাস রয়েছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan) অ্যান্ড কোং। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ রবিবার, সপ্তাহের এই বিশেষ দিনে টিম ইন্ডিয়ার জন্য বিশেষ খাবারই তৈরি হয়েছে হোটেলের হেঁশেলে। এই মুহূর্তে ভারতীয় দলের সদস্যদের অন্যতম পছন্দের খাবার 'মক ডাক'। আর কীভাবে এই খাবার বানানো হয়, তার রেসিপি বিসিসিআই ভিডিয়ো করে শেয়ার করেছে টুইটার হ্যান্ডেলে।



দ্বীপরাষ্ট্র সফরে ভারতের অধিনায়ক ধাওয়ানই এই ভিডিয়োর সূত্রধর। এরপর হোটেলের শেফ রাকেশ কাম্বলি তাঁর সহকারীকে দিয়ে এই 'ভেজি ডিলাইট' বানানো শেখান। কাম্বলিই জানিয়েছেন ধাওয়ান থেকে শুরু করে সঞ্জু স্যামসন ও পাণ্ডিয়া ব্রাদার্স, প্রত্যেকেই সপ্তাহে দুই থেকে তিন বার দিনে এক বা দু'বার খান।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)