নিজস্ব প্রতিবেদন: টাইব্রেকারে মহম্মদ সালাহর (Mohamed Salah) মিশরকে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup 2022) মূলপর্বে গিয়েছে সাদিও মানের (Sadio Mane) সেনেগল। পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতেছে সেনেগল। প্রথম লেগে মিশর ১-০ গোলে জিতেছিল সেনেগলের বিরুদ্ধে। আর গত মঙ্গলবার রাতে হামদি ফাতির আত্মঘাতী গোলে সেনেগল এই একই ব্যবধানে ম্যাচ জেতে। ফলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ১-১। ফবিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করার জন্য ম্যাচের ভাগ্য় লেখে টাইব্রেকার।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পেনাল্টি শুট আউটে দুই দলের নেওয়া প্রথম চারটি শটই তে-কাঠিতে ঢুকতে পারেনি। মিশরীয় মহাতারকা সালাহর শট গিয়েছিল বারের ওপর দিয়ে। এরপর সেনেগল তাদের নেওয়ার পরের তিনটি শটেই গোল করে। কিন্তু মিশর তৃতীয় শটে গোলের দেখা পেলেও চতুর্থ শটে ফের গোল করতে পারেনি। সেনেগলের হয়ে পঞ্চম তথা অন্তিম শট নেন মানে। তাঁর গোলে আফ্রিকান চ্যাম্পিয়নরা চলে গেল কাতারে। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে, গ্যালারি থেকে সমর্থকরা একাধিক লেজার লাইট তাক করেছিলেন সালাহর চোখে-মুখে। সালাহকে লক্ষ্যভ্রষ্ট করতে তাঁরা সমর্থ হয়।


আরও পড়ুন: Bruno-র জোড়া গোলে, Qatar বিশ্বকাপে Cristiano Ronaldo-র Portugal


আরও পড়ুুুনIPL: কীভাবে Shoaib-এর পাশে দাঁড়িয়েছিলেন Sourav Ganguly? জানালেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)