নিজস্ব প্রতিবেদন: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ( Rohit Sharma) প্রকৃত অর্থেই 'ফ্যামিলি ম্যান'। ক্রিকেট আর পরিবারর নিয়েই বিশ্ববন্দিত ভারতীয় ওপেনারের জীবন। এই মুহূর্তে পরিবার নিয়ে রোহিত রয়েছেন মরুদেশে। খেলছেন আইপিএল। এরপরেই তিনি ফের দেশের জার্সিতে টি-২০ বিশ্বকাপ খেলতে নামবেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনRohit Sharma: 'ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা সিরিজ ২-১ জিতে নিয়েছি'



আরও পড়ুন: MS Dhoni: 'আমার স্বপ্নপূরণ'! ফের ধোনির সই-শিকারি বিপক্ষের তরুণ ক্রিকেটার


রোহিতের সঙ্গেই রয়েছেন তাঁর স্ত্রী রিতিকা সজদে (Ritika Sajdeh)। রোহিত খেলার ফাঁকেই খানিক অবসরে হোটেলের রুমে হয়ে উঠলেন 'প্র্যাঙ্কস্টার'! মজার ভিডিও-তে রিতিকাকে ভয় দেখালেন রোহিত। যদিও পরে রোহিতের চমকে রিতিকার মুখে হাসি ফুটে ওঠে। ভিডিও দেখলেই বুঝবেন রোহিত ঠিক কী কাণ্ড ঘটালেন!


আইপিএলে পাঁচবারের ও সর্বোচ্চ চ্যাম্পিয়ন মুম্বই এই মরসুমে একেবারেই নিস্প্রভ। আট দলীয় লড়াইয়ে রোহিতরা এখন সাতে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট তাদের ঝুলিতে। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচ কার্যত ডু-অর-ডাই। রাজস্থানকে হারিয়ে পরের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে জিতলেই মুম্বই চলে যাবে প্লে-অফে। মুম্বইয়ের থেকে যে খেলাটা দেখা যায়, এবার সে খেলাটাই দেখা যাচ্ছে না। দেখতে গেলে দলের ব্যাটিং তারকারা সেভাবে জ্বলে উঠতে পারেনি টুর্নামেন্টে। এখন দেখার কীভাবে মুম্বই প্রত্যাবর্তন করে? ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুয়ে ধোনির 'ইয়েলো আর্মি'। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে কেকেআর।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)