নিজস্ব প্রতিবেদন : পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে হাস্যকরভাবে রান আউট হলেন পাকিস্তানের আজহার আলি। ব্যক্তিগত ৬৪ রানে হাস্যকর এই আউটের শিকার হন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - আগের মতোই ভবিষ্যতেও নিজেকে সত্ ও স্বচ্ছ রাখবেন, জানালেন জয়সূর্য


সিডলের বল আলতোভাবে (গালি এরিয়া) ঠেলে দেন আজহার। কিন্তু আউট ফিল্ড কিছুটা স্লো থাকার কারণে বল বাউন্ডারি লাইনের আগেই থেমে যায়। সেখান থেকেই বল কুড়িয়ে স্টার্ক উইকেট কিপার পেইনের হাতে থ্রো করে। পেইন সঙ্গে সঙ্গে উইকেট ভেঙে দেন। এদিকে, বাউন্ডারি হয়েছে ভেবে নিয়ে উইকেটে থাকা দুই ব্যাটসম্যান ক্রিজের মাঝে দাঁড়িয়ে গল্প করতে থাকেন।



হাস্যকর এমন ঘটনা পাকিস্তানের সঙ্গে এবারই প্রথম নয়। ২০১৬ সালেও মোহম্মদ আমিরও একইরকম ভাবে আউট হন।