নিজস্ব প্রতিবেদন: থ্রি-পিস স্যুট পরে সুইমিং পুলে নেমে গেলেন ওয়াসিম আক্রম! (Wasim Akram) পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও কিংবদন্তি পাক পেসার কাঁধ পর্যন্ত জলে ডুবে, নিজেই সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। কিন্তু এখন প্রশ্ন কেন এমনটা করলেন আক্রম। স্যুট পরে কেন পুলে নামলেন তিনি?



আক্রম ভিডিওতে বলছেন, "আমার মনে হয় গতবছর আমি সুইমিং পুলে নেমে একটা ভিডিও পোস্ট করেছিলাম। কিন্তু জামা গায়ে না চাপিয়ে পুলে নামার জন্য় লোকজন আমার সমালোচনা করেছিলেন! এবার আশা করি তাঁরা খুশি হবেন। এবার আমি থ্রি-পিস স্যুট পরে পুলে নেমেছি।"


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আক্রম মূলত ক্রিকেট পণ্ডিত হিসাবেই কাজ করছেন। দিচ্ছেন ধারাভাষ্যও। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী প্রাক্তন জোরে বোলার আক্রম। এর ঠিক সাত বছর পর ১৯৯৯ সালে দেশকে নেতৃত্ব দিয়ে রানার্স করেছিলেন তিনি। আক্রম ১০৪টি টেস্টে ৪১৪টি ও ৩৫৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিয়েছেন ৫০২টি উইকেট।
 


আরও পড়ুন: Harbhajan Singh: দেশের এই তরুণ আগুনে পেসারকে টি-২০ বিশ্বকাপের দলে চাইছেন হরভজন


আরও পড়ুন: Harshal Patel: আইপিএলের মাঝেই হারিয়েছেন দিদিকে! হর্ষলের আবেগি পোস্ট চোখ ভিজিয়ে দেবে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)