IND vs AUS: শূন্যে ভেসে দুরন্ত ক্যাচ উড়ন্ত কোহলির, দেখুন ভিডিয়ো
ক্যাচ ধরে সে কি সেলিব্রেশন ক্যাপ্টেন কোহলির।
নিজস্ব প্রতিবেদন: বেঙ্গালুরুতে বাজিমাত্ বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নির্নায়ক ম্যাচে যেন নিজেকে উজাড় করে দিলেন ক্যাপ্টেন কোহলি। রাজকোটে এক হাতে ক্যাচ ধরেছিলেন আর বেঙ্গালুরুতে শূন্যে ভেসে দুরন্ত ক্যাচ উড়ন্ত কোহলির।
এদিন শুরুটা অবশ্য ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৪৬ রানের মধ্যে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চকে হারায় অস্ট্রেলিয়া। এরপর চতুর্থ উইকেটে ল্যাবুশানেকে সঙ্গে নিয়ে ১২৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন স্টিভ স্মিথ। যা অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়।
৩২ তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ল্যাবুশানে ড্রাইভ করেছিলেন। আর শূন্যে ভেসে ডানদিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ ধরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ল্যাবুশানে ৫৪ রানে ফিরে গেলেন প্যাভিলিয়নে। ক্যাচ ধরে সে কি সেলিব্রেশন ক্যাপ্টেন কোহলির। ক্যাচ ধরে মুখে আঙুল দিয়ে সবাইকে চুপ করতে বললেন কোহলি! তারপরেই টুপি খুলে দর্শকদের অভিবাদন জানালেন ভিকে।
আরও পড়ুন - IND vs AUS: স্মিথের শতরান, দুরন্ত শামি; বেঙ্গালুরুতে সিরিজ জিততে ২৮৭ রান করতে হবে কোহলিদের