ওয়েব ডেস্ক: নবম আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হল বিরাট কোহলির দলকে। বিরাট কোহলি নিজে ভালো খেলেছেন। তাঁর দলের এবি ডিভিলিয়ার্স দারুণ খেলেছেন। এবং অবশ্যই শেন ওয়াটসন। ঝোড়ো ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকেও। যদিও কুইন্টন ডিককের ওই দুর্দান্ত সেঞ্চুরি, সবাইকেই ম্লান করে দিয়েছে।


ম্যাচের ফল অনুযায়ী জিতেছে দিল্লি ডেয়ার ডেভিলস। হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু মানুষের মন জিতে নিয়েছেন শেন ওয়াটসন এবং ডেভিড ওয়াইজ। তাঁরা দুজনে মিলে বাউন্ডারি লাইন থেকে যেভাবে একটা ধরলেন, তা দেখার অভ্যেস ক্রিকেটপ্রেমীদের নেই। তাই আগে নিচের ভিডিওয় সেই অসাধারণ ক্যাচটি দেখে নিন।