ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার জল্পনা উড়িয়ে দিলেন স্বয়ং ওয়েন রুনি
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার জল্পনা উড়িয়ে দিলেন স্বয়ং ওয়েন রুনি। ম্যান ইউতে ব্রাত্য হয়ে যাওয়ার পর বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে চিনের কোনও ক্লাবে যোগ দিতে পারেন রুনি। এমনকি রুনিকে পেতে চিনের একটি ক্লাব তাঁকে সপ্তাহপিছু এক মিলিয়ন ডলার দিতেও প্রস্তুত ছিল বলে দাবি করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম।
ওয়েব ডেস্ক: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার জল্পনা উড়িয়ে দিলেন স্বয়ং ওয়েন রুনি। ম্যান ইউতে ব্রাত্য হয়ে যাওয়ার পর বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে চিনের কোনও ক্লাবে যোগ দিতে পারেন রুনি। এমনকি রুনিকে পেতে চিনের একটি ক্লাব তাঁকে সপ্তাহপিছু এক মিলিয়ন ডলার দিতেও প্রস্তুত ছিল বলে দাবি করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম।
আরও পড়ুন ইডেনে দুদিন অনুশীলন করে শনিবার বিজয় হাজারে ট্রফিতে নামছেন ধোনি
কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢেলে রুনি জানিয়েছেন ম্যান ইউ ছেড়ে তিনি কোথাও যাচ্ছেন না। অবশ্য রুনি স্বীকার করেছেন তাঁর কাছে একাধিক ক্লাবের প্রস্তাব ছিল। তবুও তিনি ওল্ড ট্র্যাফোর্ডে থাকবেন বলে জানিয়েছেন রুনি। কামব্যাক করার জন্য তিনি কঠোর পরিশ্রম করছেন বলে দাবি প্রাক্তন ম্যান ইউ অধিনায়কের।
আরও পড়ুন মহেন্দ্র সিং ধোনি পুনের ক্যাপ্টেন নন বলে খুব খুশি বীরেন্দ্র সেহেবাগ