নিজস্ব প্রতিবেদন :  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, বিশ্বকাপের দল প্রায় তৈরি ,শুধু দুটো জায়গায় ক্রিকেটার নির্বাচন বাকি রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ হারের পর ক্যাপ্টেন কোহলি বলে দিলেন, হয়তো আর একটাই জায়গা বাকি আছে বিশ্বকাপের দলে। তবে চার নম্বর জায়গা নিয়ে ধোঁয়াশাটা রেখেই দিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শেষে এখন ভারতীয় ক্রিকেট মহলে একটাই আলোচনা কী হবে বিশ্বকাপের দল। বিশ্বকাপে চার নম্বরে কে ব্যাটিং করবেন সেটা এখনও স্পষ্ট নয়। ফিরোজ শাহ কোটলায় ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বিরাট কোহলি বলেন, "আমরা মোটামুটি ঠিক করে ফেলেছি। এখন যাদের ওপর যা দায়িত্ব পড়বে, সেটা তাদের করে দেখাতে হবে। হয়তো একটাই জায়গা বাকি আছে। যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তবে কোনও অজুহাত দিচ্ছি না, শেষ তিনটে ম্যাচে বাকিদের সুযোগ দিয়ে দেখে নিতে চেয়েছিলাম, তারা কেমন পারফরম্যান্স করে।"


আরও পড়ুন - IND vs AUS : কোটলায় ক্যাঙারুর কামড়ে কুপোকাত্ কোহলি অ্যান্ড কোম্পানি! একদিনের সিরিজ জয় অজিদের


এরপর সাংবাদিক সম্মেলনেও ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, "বিশ্বকাপে আমাদের প্রথম এগারো তৈরি। আমি জানি কারা মাঠে নামবে।" সেই সঙ্গে তিনি বলেন, " বিশ্বকাপে সব দলই ফেভারিট। সবই বড় ম্যাচ। আমাদের সব বড় ম্যাচই জিততে হবে।" তবে আইপিএলে খেললে বাড়তি পরিশ্রমের ব্যাপারটা সংশ্লিষ্ট ক্রিকেটারদের ওপরেই ছাড়তে চান বিরাট কোহলি।