নিজস্ব প্রতিবেদন: লন্ডনে ধারাভাষ্যের পাট চুকিয়ে ফের মাঠে নেমে পড়লেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। সহকারি কোচ অভিষেক নায়ারের সঙ্গে নেটে অনুশীলন শুরু করে দিয়েছেন কার্তিক। আর কয়েকদিন পরেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু আইপিএলের দ্বিতীয় পর্ব (IPL 2021) । প্রথম পর্বে কলকাতা নাইট রাইডার্সের (KKR) পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। অইন মর্গ্যান অ্যান্ড কোং ৭ ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে। মাত্র দুটি জয়ের সুবাদে তাদের সংগ্রহে ৪ পয়েন্ট। আট দলীয় লড়াইয়ে লিগ তালিকায় তারা সাত নম্বরে! তবুও কেকেআরকে নকআউটে দেখছেন কার্তিক। তিনি সেই রাস্তা ছকে ফেলেছেন।



আরও পড়ুন: IPL 2021: নিজেদের নকআউটে দেখেছেন KKR তারকা Shubman Gill


মঙ্গলবার কেকেআর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে আইপিএল নিয়ে কথা বলেছেন কার্তিক। তিনি বলেন, "কেকেআর আগ্রাসী ও ইতিবাচক ক্রিকেটের জন্য পরিচিত। এটাই চাই দ্বিতীয় ভাগে। আমার মনে হয় টিম স্পিরিট খুব ভাল। আমাদের কোচ সবসময় আমাদের মধ্যে পজিটিভিটি দিয়ে থাকেন। সাতের মধ্যে ছয়টি ম্যাচ জিতেই আমাদের কোয়ালিফাই করতে হবে। এটাই সহজ অঙ্ক। দল হিসেবে এটাই আমরা করতে চাই। সাতের মধ্যে ছয়টি ম্যাচ জিততেই হবে।" কার্তিক বলছেন শেষ দু'টি আইপিএলে ফ্যানেদের মুখে হাসি ফোটাতে পারেননি তিনি। এবার সেই কাজটাই করবে কেকেআর।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)