জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭৬তম সন্তোষ ট্রফিতে (76th Santosh Trophy) বাংলার পারফরম্যান্স অত্যন্ত সন্তোষজনক। নিঃসন্দেহে একথা বলাই যায়। গত ৭ জানুয়ারি হরিয়ানাকে ৩-০ গোলে হারিয়ে বাংলা সন্তোষের অভিযান শুরু করেছিল বিশ্বজিৎ ভট্টাচার্যর শিষ্যরা। গতবারের রানার্স দল দু'দিনের মাথায় ফের মাঠে নেমে কামাল করল। সোমবার অর্থাৎ আজ কোলহাপুরের মাঠে বাংলা পাঁচ গোলের মালা পরাল অপেক্ষাকৃত দুর্বল দল দমন ও দাদরাকে (West Bengal vs Daman and Dadra)। বাংলা ৫-০ গোলে জিতে মাঠ ছাড়ল। বাংলার হয়ে রবি হাঁসদা ও নর হরি শ্রেষ্ঠা দু'টি করে গোল করেছেন। অপর গোলটি এসেছে সৌভিক করের পা থেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দমন ও দাদরা প্রথম ম্যাচেই ছত্তিশগড়ের কাছে হেরেছিল ০-২ হেরেছিল। দ্বিতীয় ম্যাচেও তাদের হারতে হল বাংলার কাছে। গ্রুপের সব চেয়ে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলার দাপুটে জয় নিয়ে উচ্ছ্বাসে ভাসতে নারাজ কোচ।  গোলপার্থক্য বাড়িয়ে নেওয়াই ছিল বাংলার টার্গেট। সেই কাজে দারুণ সফল বিশ্বজিতের শিষ্যরা। এদিন ম্যাচের পর  জি ২৪ ঘণ্টা ডিজিটালকে প্রাক্তন স্ট্রাইকার বিশ্বজিৎ বলেন, 'দেখুন পারফরম্যান্সে খুশি। তবে দমন-দাদরা এমন কিছু আহামরি দল নয়, ফলে জিতে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। ছত্তিশগড় ও মহারাষ্ট্রের মতো ভালো দলের বিরুদ্ধে আমাদের নামতে হবে। সেই নিয়েই আমরা ভাবছি। তবে স্ট্রাইকাররা গোল পাচ্ছে, এটা আমাদের আগামী দিনে আত্মবিশ্বাস বাড়াবে।' বিশ্বজিৎ জানিয়েছেন যে, কোনও দলকেই তিনি খাটো করে দেখতে নারাজ। ভালো ফলের ব্য়াপারে আশাবাদী অভিজ্ঞ কোচ। 


আরও পড়ুন: Santosh Trophy 2023: হরিয়ানাকে ৩-০ ব্যবধানে হারালেও, দলের ...


২০২২ সালের ১১ অক্টোবরের প্রায় আড়াই মাস পরে মাঠে নেমেছে জাতীয় গেমসে সোনাজয়ী বাংলা। তবে এতে পারফরম্যান্সে ভাটা পড়েনি। বরং যেখানে শেষ করেছিল, ঠিক সেখান থেকেই সন্তোষ ট্রফির অভিযান শুরু করেছে বঙ্গব্রিগেড। ৩২বারের সন্তোষ ট্রফি জয়ী বাংলা এবারও চ্যাম্পিয়ন হতে পারে কিনা, সেদিকেই চোখ বাংলার ফুটবলপ্রেমীদের।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)