নিজস্ব প্রতিবেদন:   ফেডারেশনের স্বীকৃতি রাজ্য ফুটবল সংস্থাকে। এআইএফএফ-এর বিচারে ফুটবলের উন্নয়ন আর প্রসারে দেশের মধ্যে সেরা হল বাংলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফুটবলের উন্নয়নে বিভিন্ন রাজ্য সংস্থাগুলি কী পদক্ষেপ নিয়েছে, তার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। যার মধ্যে রয়েছে কোচেস ট্রেনিং, গ্রাসরুট ফুটবল, রেফারিজ এডুকেশন। এছাড়াও ম্যাচ ও প্রতিযোগিতা আয়োজন। সব দিক খতিয়ে দেখে পয়েন্ট দেওয়া হয়েছে। গত মরশুমে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে আইএফএ। মহারাষ্ট্র আর কেরলকে পেছনে ফেলে শীর্ষে বাংলা।



আইএফএ  সচিব হিসেবে নিজের প্রথম বছরেই ফেডারেশনের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত জয়দীপ মুখার্জি। এআইএফএফ-কে কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানাচ্ছেন, এই জয় বাংলা ফুটবলের। সবার সাহায্য ছাড়া স্বীকৃতি পাওয়া সম্ভব ছিল না। বাংলা যে ভারতীয় ফুটবলের সেরা, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের স্বীকৃতিই তা প্রমাণ করে দিল বলে মন্তব্য করেন আইএফএ সচিব।



আরও পড়ুন - IPL-এর দিনক্ষণ প্রকাশ্যে আসতেই ধোনির কামব্যাকের অপেক্ষায় মাহিভক্তরা