জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভেও কোয়ালিফাই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। কুড়ি ওভারের ফরম্যাটে দু'বারের বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্বে ছিলেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। কার্যত বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়েই দলের দায়িত্বভার কাঁধ থেকে ঝেড়ে ফেলেন। পুরানের এই সিদ্ধান্তের ১২ সপ্তাহের মধ্যে উইন্ডিজ ক্রিকেট (Windies Cricket) বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। দ্বীপপুঞ্জের ক্রিকেটীয় দেশ জানিয়ে দিল যে, তিন ফরম্যাটে তিন নেতা। লাল বলের ক্রিকেটের দায়িত্ব থাকছে ক্রেগ ব্রাথওয়েটের (Kraigg Brathwaite) হাতেই। পুরান দেখতেন সাদা বল। এবার 'মেন ইন মেরুন'-এর পঞ্চাশ ওভারের ক্যাপ্টেন শে হোপ (Shai Hope) ও টি-২০ দল সামলাবেন রোভম্যান পাওয়েল (Rovman Powell)।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হোপ ওয়েস্ট ইন্ডিজের সেরা ওয়ানডে ব্যাটার। ১০৪ ম্যাচে ৪৩০৮ রান করা হোপ এবার ওয়ানডে দলের দায়িত্ব সামলাবেন। ওয়েস্ট ইন্ডিজ দল সীমিত ওভারের ক্রিকেটে অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সুপার লিগ স্ট্যান্ডিংয়ে তারা ১৩ দেশের মধ্যে আট নম্বরে। আফগানিস্তানেরও পরে। আসন্ন জুন-জুলাইয়ে তাদের কোয়ালিফায়ার খেলতে হবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেখানে কিছু করতে পারলেই তারা চলতি বছর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। হোপ উইন্ডিজ ক্রিকেটে বলেছেন,'দলকে নেতৃত্ব দেওয়া বিরাট সম্মানের ও গৌরবের। এই দলকে নেতৃত্ব দেওয়ার তাৎপর্য শুধু আমার বা আমার সতীর্থদের কাছেই নয়, সারা বিশ্বের ফ্যানদের কাছেও। ছেটাবেলার স্বপ্নপূরণ হল।' অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের আগামী বছর টি-২০ বিশ্বকাপে খেলার টিকিট কাটা হয়ে গিয়েছে। নতুন ক্যাপ্টেন পাওয়ালে বলছেন, 'আমি ভীষণ প্যাশনেট ক্রিকেটার। যে সবসময় ১০০ শতাংশ মাঠে দিই। সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় বিশ্বাসী। ক্যারিবিয়ান ফ্ল্যাগ পতাকা বহন করার চেয়ে বড় ভূমিকা কিছু হতে পারে না।'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)