নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট বিশ্বে আবার ইতিহাস রচনা করল ওয়েস্ট ইন্ডিজ। করোনা উদ্বেগের মাঝেই ইংল্যান্ডে সিরিজ খেলতে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। করোনা পরবর্তী ক্রিকেটে প্রথম দল হিসেবে বিদেশ সফরে ক্যারিবিয়ানরা। মঙ্গলবার সকালে ম্যাঞ্চেস্টারে পৌঁছে গেলেন ক্রিকেটাররা। ইংল্যান্ডে পৌঁছেই নিয়মমাফিক কোয়ারেন্টিনে চলে গেলেন সফরকারী সকলেই।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইংল্যান্ডে আসার আগে প্রত্যেক ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। কারোর রিপোর্ট পজিটিভ আসেনি। আগামী তিন সপ্তাহ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে একটি হোটেলে তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।



মারণ ভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে বন্ধ আছে ক্রিকেট। করোনা পরবর্তী সময়ে ৮ জুলাই থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তিন টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। তিনটে টেস্টই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।


 


আরও পড়ুন - সামিকে হায়দরাবাদে 'কালু' বলে ডাকা হত! এক ভারতীয় ক্রিকেটারের ইনস্টাগ্রাম পোস্টে মিলল প্রমাণ