নিজস্ব প্রতিনিধি : ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা হয় পাকিস্তানে। তারপর থেকে আইসিসি র‌্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা কোনো দল পাকিস্তানে সফর করেনি। প্রায় দশ বছর হতে চলল, পাকিস্তানে সফর করতে এখনও চায় না কোনও প্রথম সারির ক্রিকেট খেলিয়ে দেশ। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দল রাজি হল। পাকিস্তান মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে তারা তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের এই সফরকে তাই পাকিস্তান তাদের ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর একটি ধাপ হিসেবে দেখতে শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বাবার চুল ঝরে টাক পড়ছে, নতুন টোটকা আবিষ্কার শিখর ধাওয়ানের ছেলের


এদিকে, দীর্ঘ ১৫ বছর পর এশিয়ার বাইরের কোনো দল হিসেবে পাকিস্তান সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। বুধবার ১৩ সদস্যের উইন্ডিজ দল ও ৮ সদস্যের কোচিং স্টাফ করাচিতে অবতরণ করেছে। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলকে বহনকারী বাসের চারপাশে ৫০০ জন পুলিস ছিল। এই সময়টাতে রাস্তায় সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। বুলেট প্রুফ গাড়িতে করে হোটেলে নিয়ে যাওয়া হয় উইন্ডিজ ক্রিকেট দলকে। নিরাপত্তার দিক থেকে আর কোনও ফাঁক রাখতে চায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিমানবন্দরে হাজির ছিলেন পাক বোর্ডের কর্তারা। ভিভিআইপি সিকিউরিটি প্রোটোকল দিয়ে ক্রিকেটারদের হোটেলে নিয়ে যাওয়া হয়।