ভারতকে হারিয়ে বিসর্জনের নাচ গেইলদের
প্রত্যাশার হত্যা। ক্রিকেটের নন্দনকাননে টি২০ বিশ্বকাপের ফাইনাল, আর সেখানে নেই দেশ! খেলবে নাকি বিদেশীরা!
ওয়েব ডেস্ক: প্রত্যাশার হত্যা। ক্রিকেটের নন্দনকাননে টি২০ বিশ্বকাপের ফাইনাল, আর সেখানে নেই দেশ! খেলবে নাকি বিদেশীরা!
আর একধাপ পেরোলেই প্রত্যাশা পূরণ হওয়ার কথা ছিল। কিন্তু বিবেকানন্দ ফ্লাইওভার বিপর্যয়ের মতোই ওয়েস্ট ইন্ডিজের কংক্রিটের চাঙড়ে চাপা পড়ে গেল কোটি কোটি ভারতীয়র স্বপ্ন। ফাইনাল খেলবে না ভারত! এর থেকে বড় স্বপ্নভঙ্গ আর কী হতে পারে! আর ভারতীয়দের হারিয়ে বিসর্জনের নাচে মত্ত ক্যারিবিয়ানরা। মাঠেই থেমে যায়নি নাচ। চলেছে টিম হোটেল এবং বাসেও। ওয়াংখেড়েতে দুরন্ত বিরাটের ব্যাটিংও স্তব্ধ হয়ে গেল সিমন্স ঝড়ে। ওদিকে উচ্ছ্বাস ফেটে পড়ছে গেইলদের। কাজেই এলো না 'জাড্ডু'-র জাদু কিংবা পাণ্ডিয়ার ম্যাজিক।
icketcomau/videos/1015407803028
9313/">
Raw Vision: Imagine if the Windies win it all!
Now this is how you celebrate a semi-final win! Imagine if Darren Sammy. Dwayne Bravo and Windies Cricket win it all!Watch highlights from the thrilling semi: http://cricketa.us/1UFZWEe
Pos ted by cricket.com.au on Thursday, 31 March 2016