জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় কুস্তিতে ঝড় উঠে গিয়েছে। খোদ রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Wrestling Federation of India, WFI) সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের (Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। দেশের নক্ষত্র মহিলা কুস্তিগীর বিনেশ ফোগাট (Vinesh Phogat) ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। মেয়েদের কুস্তিতে দেশের একমাত্র কমনওয়েলথ (Asian Games) ও এশিয়াড (Asian Games) সোনা জয়ী কুস্তিগীর বুধবার সাফ বলছেন,'জাতীয় দলের কোচরা মহিলা কুস্তিগীরদের বছরের পর বছর শ্লীলতাহানি করে আসছেন। কিছু বললেই ডব্লিউএফআই-এর কর্তাদের থেকে মৃত্যুর হুমকি পেতে হয়। আমাকে অন্তত ১০-১২ জন মহিলা কুস্তিগীর জানিয়েছেন যে, ডব্লিউএফআই-এর সভাপতির তাঁদের যৌন হেনস্থা করেছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই অভিযোগের পাল্টা দিয়েছেন ব্রিজভূষণ। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি বলেন, 'যৌন হেনস্থার কোনও ঘটনাই ঘটেনি। যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমি গলায় দড়ি দেব। সামনে দাঁড়িয়ে একজন অ্যাথলিটও বলতে পারবে যে, ফেডারেশন তাদের হেনস্থা করেছে? যৌন হেনস্থা বিরাট অভিযোগ। আমি কী করে পদক্ষেপ নেব, যেখানে আমার নিজের নামই জড়িয়ে গিয়েছে। আমি তদন্তের জন্য প্রস্তুত। আমি বিনেশ ফোগাটের থেকে জানতে চাই ও অলিম্পিক্সে কেন কোম্পানির লোগো দেওয়া পোশাক পরেছিল? ও ম্যাচ হারার পর আমি ওকে অনুপ্রাণিত করে মোটিভেট করেছিলাম। যারা প্রতিবাদে বসেছে, তারা অলিম্পিক্সের পর থেকে কোনও জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি।'


আরও পড়ুন: Vinesh Phogat: 'বছরের পর বছর শ্লীলতাহানি'! ফেডারেশন সভাপতির বিরুদ্ধে অভিযোগ, বিস্ফোরক বিনেশ




ব্রিজভূষণের অপসারণের দাবিতে এদিন দিল্লির যন্তর মন্তরে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, সরিতা মোর, সঙ্গীতা ফোগাট, সত্যওয়ার্ট মালিক, জিতেন্দর কিনহাস সুমিত মালিকের মতো ৩০ জন কুস্তিগীর একত্রিত হয়ে প্রতিবাদ করেছেন। তাঁদের দাবি ব্রিজভূষণকে সরানো না হলে তাঁরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন না। এমনকী এই প্রতিবাদও চলতে থাকবে। এদিন চার ঘণ্টার ধর্ণায় বসেছিলেন বিনেশরা। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি বিজেপি সাংসদ। ফলে তৃণমূলও আসরে নেমেছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বেটি বাঁচাও, বেটি পড়াও বলেন। তিনি খেলো ইন্ডিয়া খেলোও বলেন। কিন্তু যন্তর মন্তরে যাঁরা প্রতিবাদ করছেন, তাঁরা দেশের গৌরব। যারা কুস্তিতে স্বর্ণপদক এনে দিয়েছেন অলিম্পিক্সে অংশ নিয়ে। ফেডারেশনের তরফ থেকে খেলোয়াড়দের প্রতি সম্পূর্ণ অসহযোগিতা করার কথাও উল্লেখ করে শশী অবিলম্বে বিচারের দাবি করেছেন তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)