জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: ইংরাজির জনপ্রিয় প্রবাদ-'Cometh the hour, cometh the man'। বাংলায় যার ভাবানুবাদ করলে দাঁড়ায়, কঠিন পরিস্থিতিতে কোনও একজন উত্তীর্ণ হন, যিনি সবটা বদলে দেন। লিওনেল মেসির (Lionel Messi) জন্য আবারও এই আপ্তবাক্য প্রযোজ্য। একেবারে খাদের কিনারায় দাঁড়ানো আর্জেন্টিনাকে শুধুই টেনে তুললেন না, দেখালেন পাহাড় ডিঙানোর স্বপ্নও। কাতার বিশ্বকাপে ( গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ( Argentina v Mexico) ডু-অর-ডাই ম্যাচে ফের জ্বলে উঠল দশ নম্বর জার্সিধারীর পা। বিশ্বমানের এবং অবশ্যই সেই মেসি সুলভ গোলেই বুঝিয়ে দিলেন যে, তিনি অন্য গ্রহের বাসিন্দা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যে লুসেল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে ১-২ হেরে, আর্জেন্টিনা বিশ্বকাপের অভিযান শুরু করেছিল, সেই অঘটনের লুসেলেই গত শনিবার দুরন্ত প্রত্যাবর্তন করল মেসিরআর্জেন্টিনা।মেক্সিকোকে ২-০ গোলে উড়িয়ে, নক-আউটের রাস্তায় অনেকটাই এগিয়ে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা। ৬৪ মিনিটে মেসির অসাধারণ প্লেসিংয়ে দুরন্ত গোল দেখে যেমন, সকলেই বলে উঠলেন 'মেসি ম্যাজিক', তেমনই ৮৭ মিনিটে এনজো ফার্নান্ডেজের গোল দেখে চোখ কপালে উঠল। মেসির পাস থেকে দু'জন ডিফেন্ডারকে কাটিয়ে টপ কর্নার দিয়ে যে, গোল এনজো করলেন, তা মনে রাখবে ফুটবলবিশ্ব। ওচোয়ার মতো মহাতারকা গোলরক্ষকও কিছু করতে পারেননি।ম্যাচের পর মেসি ফেসবুকে হুঙ্কার দিলেন। একাধিক ছবি পোস্ট করে লিখলেন, 'আমাদের আজ জিততে হবে এবং আমরা এটা করতে পেরেছি। বুধবার আরেকটি ফাইনাল আসছে এবং আমাদের এক সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। এগিয়ে চলো আর্জেন্টিনা'।


\


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)