জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২০ সালের বর্ডার-গাভাসকর ট্রফির কথা কখনই কোনও ভারতীয় ক্রিকেট অনুরাগী ভুলতে পারবেন না। অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারত ২৪৪ রান করেছিল। আর দ্বিতীয় ইনিংসে? মাত্র ৩৬! টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর করেছিল রবি শাস্ত্রীর (Ravi Shastri) টিম ইন্ডিয়া। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন-আপ ভেঙেছিল বালির ঘরের মতো। যে ব্যাটিং লাইন-আপ ভারতের গর্ব ছিল। যে ব্যাটারদের গরিমায় আলোকিত ভারতীয় ক্রিকেটাকাশ! সেখানেই রাতের অন্ধকার নেমে এসেছিল। যদিও সেই সিরিজে অবিশ্বাস্য় প্রত্য়াবর্তনে বিরাট কোহলিরা সিরিজ জিতে নিয়েছিলেন ২-১ ব্য়বধানে। ৩৬ রানে অলআউট হওয়ার পর কোচ রবি কী করেছিলেন দলের মনোবল চাঙ্গা করতে? বিশ্বের এক নম্বর টেস্ট বোলার আর অশ্বিন (R Ashwin) সেই কথাই এবার ভাগ করে নিলেন বিনয় কুমারের ইউটিউব চ্য়ানেলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বইছে... ২২ বছরের ভারতীয়র আতঙ্কে কাঁপছেন অজিরা! কে তিনি?


অভিশপ্ত অ্যাডিলেড টেস্টের স্মৃতিচারণা করে অশ্বিন বলেন, 'দেখুন মাত্র ৩৬ রানেই অলআউট হয়ে গিয়েছিলাম। আমরা আর সিরিজ জয়ের কথা ভাবছিলাম না। ড্রেসিংরুমে সবার মুডই খারাপ ছিল। এরপর রবি ভাই ডিনারের আয়োজন করেছিলেন সবার জন্য়। এরপর শুরু হয় ক্য়ারাওকে নাইট। উনি গাইতে শুরু করেছিলেন। পুরনো হিন্দি গানই গাইছিলেন তিনি। সকলেই উপভোগ করেছিলাম তখন। আসলে আমরা বাবলের ভিতর ছিলাম। বিরাটও তৈরি হচ্ছিল দলে ফেরার জন্য়। আমরা মেলবোর্ন টেস্টে ভালো করার কথা ভাবছিলাম। ছোট ছোট টার্গেট সেট করেই এগিয়ে গিয়েছিলাম।' 


চলতি বছর নভেম্বরে রোহিত শর্মারা ফের অস্ট্রেলিয়ার বিমান ধরবেন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য়। প্য়াট কামিন্সের দেশে যেতে রোহিতদের হাতে এখনও বেশ কিছুটা সময়ে আছে। কারণ তার আগে ভারত ঘরের মাঠে বাংলাদেশ-নিউ জিল্য়ান্ডকে আমন্ত্রণ জানাচ্ছে। সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে ভারত-বাংলাদেশ। বাংলাদেশ ফিরে গেলে আসছে কিউয়িরা। খেলা অক্টোবর-নভেম্বর জুড়ে। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে ক্রিকেটের দুই ঐতিহ্য়বাহী দেশ পাঁচ টেস্টের সিরিজ খেলতে চলেছে। এর সঙ্গেই ফিরল গোলাপি টেস্ট। রোহিত-কামিন্সরা দিন-রাতের টেস্টেও মুখোমুখি হবেন। বাউন্সে ভরা পারথেই বোধন ইন্দো-অজি দ্বৈরথের।


আরও পড়ুন: 'আমার নেতৃত্বে বিরাট কোহলি খেলেছে'! তেজস্বী যাদবের কথায় মাথা ঘুরছে নেটিজেনদের...


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)