নিজস্ব প্রতিবেদন: যাঁরা খেলা ভালবাসেন তাঁদের কাছে রবিবার অর্থাৎ আগামিকাল হতে চলেছে 'রেড লেটার ডে'! একেবারে স্পোর্টসের 'সুপার সানডে। মনে রাখার মতো একটা দিন দেখতে চলেছেন বিশেষত ফুটবল ও টেনিস লাভার্সরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েক ঘণ্টার ব্যবধানে ক্রীড়া বিশ্ব প্রত্যক্ষ করবে তিন তিনটি ফাইনাল। যা অভাবনীয় বললেও কম। শুরু কোপা আমেরিকা দিয়ে (Copa America Final), মাঝে উইম্বলডন (Wimbledon Final 2021) আর শেষে উয়েফা ইউরো (Wimbledon Final 2021) পরিসংখ্যানবিদদেরও হয়তো মাথায় হাত পড়ে যাবে ক্রীড়া ইতিহাসে এরকম তিন ফাইনালের দিন খুঁজে বার করতে গিয়ে।


আরও পড়ুন: Euro 2020 Final: Sourav র বাজি England, টিকিট চেয়ে মহারাজের কাছে আসছে ফোন!


রবির সকাল শুরু হবে মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দিয়ে। মেসি-নেইমারের মেগা ম্যাচই তো নয়, এই ম্যাচ বাঙালির চিরন্তন লড়াই। ফের একবার বিশ্বকাপের আগে বাঙালি দু'দলে ভাগ হয়ে গিয়ে গলা ফাটাবে তাঁদের দ্বিতীয় দেশের জন্য। কেউ বেছে নেবেন হলুদ, কারোর পছন্দ সাদা-নীল। আজ রাত শেষের অপেক্ষায় প্রহর গুনছে বাঙালিরা। আগামিকাল যে একদম ভোর ভোর উঠে পড়তে হবে।


কোপার রেশ কাটতে কাটতেই সন্ধ্যায় টেনিসের মহাযজ্ঞ। লন্ডনে উইম্বলডন ফাইনালে মাত্তেয়ো বেরেত্তিনির মুখোমুখি কিংবদন্তি নোভাক জোকোভিচ (Novak Djokovic vs Matteo Berrettini)। ফাইনাল জিতলেই সার্বিয়ান সুপারস্টার জকোভিচ গিয়ে বসবেন রজার ফেডেরার ও রাফায়েল নাদালের পাশে। ২০ তম গ্র্যান্ড স্লাম চলে আসবে আগুনে ফর্মে থাকা জকোভিচের দখলে। 


আরও পড়ুন: UEFA EURO Final 2020: ব্রিটিশ অধিনায়ককে বিরাট সম্মান, Harry Kane র নামে স্কুলের নামকরণ


রবির রাতে ইউরো ফাইনাল হলেও, আক্ষরিক অর্থে তা ভারতে সোমবার হয়ে যাবে। কিন্তু ওয়েম্বলির ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। হ্যারি কেনের ইংল্যান্ডের মুখোমুখি জর্জিও কিয়েলিনির ইটালি। ১৯৬৬ সালের পর ইংল্যান্ড প্রথম কোনও মেজর টুর্নামেন্টের (বিশ্বকাপ বা ইউরো কাপ) ফাইনালে উঠেছে। ইংল্যান্ড এখনই বলতে শুরু করে দিয়েছে কাপ আসছে ঘরে। অন্যদিকে ইটালি হয়ে উঠেছে 'দ্য উইনিং মেশিন'! আজুরিদের অভিযান থেকে উঠে গিয়েছে হার নামের শব্দটা। জেতাটা যাদের অভ্যাসে পরিণত হয়েছে। ফলে রুদ্ধশ্বাস ফাইনাল হবে তা এখনই বলা যায়।


কখন, কোথায় কোন ফাইনাল


কোপা আমেরিকায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ হবে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। ভারতীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু খেলা।
টিভিতে ম্যাচ সম্প্রচারিত হবে Sony Ten 2 SD ও HD তে। দেখা যাবে Sony Six SD ও HD তে। মোবাইলে খেলা দেখার জন্য: Sony LIV ও Jio TV


জকোভিচ বনাম বেরেত্তিনিরি উইম্বলডন ফাইনাল সেন্টার কোর্টে। ভারতীয় সময়ে অল ইংল্যান্ডে ক্লাবে মহারণ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
টিভিতে ম্যাচ সম্প্রচারিত হবে Star Sports Select 1 ও Star Sports Select HD1 -এ। মোবাইলে খেলা দেখার জন্য: Hotstar


আরও পড়ুন: UEFA EURO Final 2020: Italy vs England ম্যাচে টিকিটের দাম উঠল ৫৬ লক্ষ!


ইংল্যান্ড বনাম ইটালি ইউরো ফাইনাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। ভারতীয় সময়ে রাত ১২টা ৩০ মিনিটে ম্যাচ শুরু। টিভিতে ম্যাচ সম্প্রচারিত হবে Sony Ten 2 SD ও HD তে। দেখা যাবে Sony Six SD ও HD তে। মোবাইলে খেলা দেখার জন্য: Sony LIV ও Jio TV


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)