জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই রোহিত শর্মারা (Rohit Sharma) তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়েছেন (ICC World Test Championship 2023-2025)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ভারত টেস্ট সিরিজ ১-০ জিতে নিয়েছে। দ্বিতীয় তথা শেষ টেস্ট বৃষ্টিতে ধুয়ে ড্র হয়ে গিয়েছে। তবে বৃষ্টি না হলে ভারতের কাছে সুবর্ণ সুযোগ ছিল প্রতিপক্ষকে চুনকাম করার। টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ভারত জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। এবার হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) 'নব্য ভারত' নামছে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তাবড় সিনিয়রদের ছাড়াই হার্দিকের ইয়ং ব্রিগেড নামছে কুড়ি ওভারের যুদ্ধে। শুভমান গিল, ঈশান কিশান, উমরান আকমল ও মুকেশ কুমারদের মতো তরুণ তুর্কীদের নিয়েই হার্দিকের লড়াই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Sanju Samson | WI vs IND: 'ভারতীয় ক্রিকেটার হওয়াই...'! মাঠেই অব্যক্ত বেদনার বিবৃতি সঞ্জুর



কবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ হবে?
ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম প্রথম টি-২০ ম্যাচ হবে ৩ অগস্ট (বৃহস্পতিবার)।


কোথায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ হবে?
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ হবে।


কখন ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ হবে ম্যাচ শুরু হবে?
ভারতীয় সময়ে রাত আটটা থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ।


কোন চ্যানেলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ  প্রথম টি-২০ ম্যাচ দেখানো হবে?
দূরদর্শনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ  প্রথম টি-২০ ম্যাচ দেখানো হবে।


অনলাইনে কোথায় স্ট্রিম করে ভারত-ওয়েস্ট প্রথম টি-২০ ম্যাচ দেখা যাবে?
ফ্যানকোড অ্যাপ ও জিওসিনেমা অ্যাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম  প্রথম টি-২০ ম্যাচ দেখা যাবে।


ভারতের টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব।


আরও পড়ুন: Hardik Pandya | WI vs IND: 'ন্যূনতম চাহিদা' মেটানো হয়নি! উইন্ডিজ বোর্ডের চরম অব্যবস্থা, ফুঁসছেন হার্দিক



 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)