নিজস্ব প্রতিবেদন:  করোনাভাইরাসের কারণে স্তব্ধ  ক্রীড়াবিশ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই প্রথমবার দীর্ঘদিন বন্ধ রয়েছে ক্রিকেট। মনখারাপ ক্রিকেটপ্রেমী মানুষের। লকডাউনে ঘরবন্দি মানুষদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিল স্টার স্পোর্টস নেটওয়ার্ক। আজ ঘরে বসেই ভারতের বিশ্বকাপ জয়ের নবম বর্ষ সেলিব্রেট করুন। ফের ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ আপনার কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৮৩ সালের পর ২০১১। কপিল দেবের পর মহেন্দ্র সিং ধোনি। ২৮ বছর পর ৫০ ওভারের ক্রিকেটে আবার ভারতের বিশ্বকাপ জয়। ২০১১ সালের ২ এপ্রিল বিশ্বকাপ ফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। টস থেকে ধোনির ছক্কায় ভারতের বিশ্বকাপ জয়ের প্রতিটি মুহূর্ত ফের টিভির পর্দায় আপনি দেখতে পাবেন আজ দুপুরে।



#আজ কোথায় দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কা ২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল?


২০১১ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পুনরায় সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports 1, Star Sports 1HD, Star Sports 1 Hindi, Star Sports 1HD and Star Sports First)
#কখন শুরু হবে ম্যাচ?
ভারতীয় সময় দপুর ২টো থেকে শুরু হবে ২০১১ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ।


মনে রাখবেন ম্যাচের নির্বাচিত অংশ নয়, পুরো ম্যাচটিই দেখা যাবে। হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই ধারাভাষ্যে আপনি দেখতে পাবেন ম্যাচটি। ঘরে বসে ভারতের বিশ্বকাপ জয়ের স্মৃতিতে ডুব দিন অন্তত আজকের দিনটা।


আরও পড়ুন - প্রয়াত হলেন ডাকওয়ার্থ—লুইস পদ্ধতির অন্যতম উদ্ভাবক টনি লুইস