জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ফের ফুটবল প্রিয় বাঙালি রাত জাগবে। আফটার অল উয়েফা নেশনস লিগের ফাইনাল (UEFA Nations League Final 2022-23 Final) বলে কথা। মুখোমুখি ইউরোপের দুই মহাশক্তিধর স্পেন ও ক্রোয়েশিয়া (Croatia vs Spain)। নেদারল্যান্ডসে হাইভোল্টেজ মহাযুদ্ধ। স্পেন টানা দ্বিতীয়বার ফাইনাল খেলছে। অন্যদিকে ক্রোটরা এই প্রথমবার খেতাবি লড়াইয়ে। সেমিফাইনালে ক্রোয়েশিয়া ৪-২ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে উঠেছে ফাইনালে। অন্যদিকে স্পেন ২-১ গোলে ইতালিকে হারিয়ে মেগাযুদ্ধের মহাফাইনালে। দুই সেমিফাইনালিস্ট ইতালি ও নেদারল্যান্ডস তৃতীয় স্থানাধিকারী ম্যাচে মুখোমুখি হবে। ২০১৮ সালে শুরু হয় উয়েফা পরিচালিত এই নেশনস লিগ। ২০১৮-১৯ মরসুমে অভিষেকেই চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। দ্বিতীয় সংস্করণ  অনুষ্ঠিত হয়েছিল ২০২০-২১ মরসুমে। সেবার জিতেছিল ফ্রান্স। চলতি মরসুমে পর্তুগাল-ফ্রান্স, কেউই গ্রুপ পর্যায়ের গণ্ডি টপকাতে পারেনি।  এই প্রতিবেদনে দেখে নিন কখন কোথায় আর কোন প্ল্যাটফর্মে কীভাবে দেখবেন ম্যাচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পডুন: WATCH | Cristiano Ronaldo: 'ভগবান'কে পেয়ে ভক্তের পাগলামির রাত! স্নেহের আদরে মোড়ালেন সিআরসাত


কবে হবে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ?
উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ হবে ১৯ জুন সোমবার (ঘটনাচক্রে ১৮ জুন রাত বারোটায় ম্যাচ শুরু)
 
কেথায় হবে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ?

রটেরডামের ফাইনুড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ।


কখন শুরু উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ?
রবিবার অর্থাৎ আজ রাত ১২টায় উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ শুরু। ক্যালেন্ডার মানলে যা ১৯ জুন 


টিভিতে কোন চ্যানেলে সম্প্রচারিত হবে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ?
Sony Sports TEN 2, Sony Sports TEN 2 HD চ্যানেলে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ দেখা যাবে।


অনলাইনে কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ?
অনলাইনে Sony LIV -এ স্ট্রিম করে দেখা যাবে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ। 


স্পেন-ক্রোয়েশিয়ার মুখোমুখি সাক্ষাতের ইতিহাস কী বলছে?
স্পেন-ক্রোয়েশিয়া ন'বার একে-অপরের বিরুদ্ধে ফুটবল খেলেছে। পাঁচবার জিতেছে স্পেন। ক্রোয়েশিয়া জিতেছে তিনবার। ২০২০ সালে ইউরো কাপের শেষ ষোলোর শেষবার দেখা হয়েছিল দুই দলের। অতিরিক্ত সময়ে গড়িয়েছিল সেই ম্যাচ। স্পেন ৫-৩ ব্যবধানে হারিয়েছিল ক্রোটদের।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)