নিজস্ব প্রতিবেদন :  বৃহস্পতিবার শুরু বিশ্বকাপ। বিশ্বকাপের ফেভারিট দল কে বা সেমিফাইনালিস্ট কারা কারা হতে পারে সে নিয়ে নানা ভবিষ্যদ্বাণী তো কবে থেকে শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ তো আবার সেরা ব্যাটসম্যান ও বোলারদের তালিকাও তৈরি করে ফেলেছেন। প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফও বেছে নিলেন তাঁর ফেভারিট। সেই সঙ্গে দশটি দলের বিশ্বকাপে কেমন সম্ভাবনা সেটাও জানিয়ে রাখলেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্ট্রেলিয়া - সেমি ফাইনালে খেলবে।
বাংলাদেশ - ইংল্যান্ডের আবহাওয়ায় সমস্যায় পড়বে।
পাকিস্তান - টুর্নামেন্টে সবসময়ই ভালো দল। সম্ভাবনা আছে।
নিউ জিল্যান্ড- সত্যি কথা বলতে খুব একটা আশা দেখছি না। কিন্তু আমি কিউইদের পছন্দ করি।
শ্রীলঙ্কা - সবসময়ের জন্য সুযোগ রয়েছে শ্রীলঙ্কার।
দক্ষিণ আফ্রিকা - ভালো দল। কিন্তু চাপে পড়ে যায়। চাপ হালকা করতে পারে না।
আফগানিস্তান - একটা বড় দলকে হারাবেই।
ওয়েস্ট ইন্ডিজ - দারুণ সুযোগ আছে কাপ জেতার।
ভারত- ফাইনালে খেলবে কিংবা সেমি ফাইনালে খেলবে। ইংল্যান্ড হারিয়ে দেবে।
ইংল্যান্ড - ২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন।


আরও পড়ুন - ICC World Cup 2019: প্রোটিয়া শিবিরে বড় ধাক্কা! বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই ডেল স্টেইন


দেশের মাটিতে ইংল্যান্ডকেই ফেভারিট হিসেবে রাখছেন ফ্লিন্টফ। সেই সঙ্গে ভারত-অস্ট্রেলিয়াকেও সম্ভাব্য সেমি ফাইনালিস্ট হিসেবে রাখছেন তিনি। তেমনই ওয়েস্ট ইন্ডিজ তাঁর ডার্ক হর্স। চমক দেখাবে আফগানিস্তানও।