ওয়েব ডেস্ক : জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয়। কিন্তু সেই ভারতের পারফর্ম্যান্স অলিম্পিকে একেবারেই উল্লেখযোগ্য নয়। প্রায় সব দেশ পদক পেয়ে গেলেও ভারতের ঝুলি এখনও ফাঁকা। কিন্তু অলিম্পিকের আসরে বারবার কেন ব্যর্থ ভারত? উত্তর দিল চিনা মিডিয়া। বেশকিছু যুক্তি তুলে ধরল তারা। যেমন,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) পরিকাঠামোর অভাব


২) সুস্বাস্থ্যের অভাব


৩) দারিদ্র্য


৪) খেলাধুলোয়া মেয়েদের কম অংশগ্রহণ


৫) ছেলেদের ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানোর দিকেই ভারতীয় পরিবারের বেশি ঝোঁক


৬) অন্য স্পোর্টসের চেয়ে ক্রিকেটের অত্যধিক জনপ্রিয়তা


৭) হারিয়ে যাওয়া হকি গৌরব


৮) অনেক জায়গায় অলিম্পিক সম্বন্ধে অজ্ঞতা


অলিম্পিকে চিনাদের পদক তালিকাটা বেশ দীর্ঘ। বরাবরই তারা ভালো পারফর্ম্যান্স করে এসেছে। এবারও তার ব্যতিক্রম নয়। সোনা, রুপো, ব্রোঞ্জ নিয়ে ইতিমধ্যেই পদক তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে চিন। সামনে এখন শুধুই আমেরিকা। অন্যদিকে এখও পর্যন্ত অলিম্পিকের আসরে ভারতের উল্লেখযোগ্য পারফর্ম্যান্স বলতে শুধুই ২০১২-তে চারটে পদক। তবে কোনওটাই সোনা নয়।