জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার মনে করছেন যে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত অন্ধকার! তাঁদের মতে পঞ্চাশ ওভারের ফরম্যাট ধীরে ধীরে মুছে যাচ্ছে। আগামীতে অবলুপ্ত হয়ে যাবে। ৮৩-র বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কপিল দেব (Kapil Dev) মনে করছেন যে, বিশ্ব জুড়ে সকল ক্রিকেটীয় দেশেরই এখন ফোকাস কুড়ি ওভারের সংস্করণে। তিনি প্রশ্ন করছেন তাহলে কি আগামী দিনে ক্রিকেটাররা মূলত আইপিএলই খেলবে? এক বিদেশি সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছেন কপিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কপিল বলেন,  'আমার মনে হয় ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মুছে যাচ্ছে। আইসিসি-র এখন অনেক বড় দায়িত্ব, তারা কীভাবে খেলাটা ম্যানেজ করবেন। যেভাবে ইউরোপে ফুটবল চলছে, সেভাবে এখানে ক্রিকেট চলছে। কেউ একে অপরের বিরুদ্ধে খেলে না। দেখতে চার বছরে একবার বিশ্বকাপ হয়। বাকি সময় টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চলছে। এটাই কি আমরা পেতে চলেছি! ক্রিকেটাররা মূলত আইপিএল বা বিগ ব্যাশের মতো কিছু খেলছে। আইসিসি-কে অনেক বেশি সময় দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বাঁচিয়ে রাখার কথা ভাবতে হবে। শুধু টেস্ট ম্যাচ বা ক্লাব ক্রিকেটই নয়। ক্লাব ক্রিকেট, বিগ ব্যাশ ঠিক আছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার লিগ আসছে। সংযুক্ত আরব আমিরশাহিতে লিগ হবে। সব দেশই যদি ক্লাব ক্রিকেট খেলে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থাকবে বিশ্বকাপেই।'


সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। বিশ্ববন্দিত অলরাউন্ডারের অবসরের পরেই বিশেষজ্ঞদের কারও কারও মত, বর্তমান ক্রিকেটারদের অনেকেই পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে চাইছেন না। ওয়ান ক্রিকেট থেকে স্টোকসের অবসরকে সমর্থন করে ওয়াসিম আক্রম বলেছিলেন, ধারাভাষ্যকার হিসেবে তাঁর মনে হয়, ওয়ান ডে ক্রিকেটকে অযথা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তার বদলে টি-টোয়েন্টি অনেক সহজ ফরম্যাট। সেখানে ৫০ ওভারের ম্যাচ খেলতে গিয়ে অনেকটাই ক্লান্ত বোধ করছেন অনেক খেলোয়াড়ই। এখন দেখা যাক তিন ফরম্যাটের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইসিসি কী পদক্ষেপ নেয়! কারণ ক্রিকেটমহলের অনেকে এও মনে করেন যে, ওয়ানডে ক্রিকেটেরও সমান ভাবে এগিয়ে যাওয়া উচিত।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)