ওয়েব ডেস্ক: দেশের হয়ে খেলতে যাবেন না উগান্ডার খালেদ আউচো। বৃহস্পতিবার সুপার কাপের আগে ইস্টবেঙ্গল শিবিরে স্বস্তি এনে দিয়েছিলেন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবার অস্বস্তি লাল-হলুদ শিবিরে। এবার চোট পেলেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বুন্দেশলিগায় খেলবেন বোল্ট ?


শুক্রবার অনুশীলনে বড়সড় চোট পেলেন ব্রাজিলিয় এডুয়ার্ডো ফেরেইরা। যার ফলে সুপার কাপে এডুর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। শুক্রবার সকালে সুভাষ ভৌমিকের তত্বাবধানে ক্লাব মাঠে অনুশীলন ম্যাচের সময় গুরবিন্দর সিংয়ের সঙ্গে সংঘর্ষে চোট পান এডু।  গোড়ালিতে মারাত্মক চোট পেয়ে মাঠেই যন্ত্রনায় কাঁদতে থাকেন এডু। এমনকী স্ট্রেচারে করে বাইরে বের করে নিয়ে যেতে হয় তাঁকে। বুধবারই ডুডুর সঙ্গে গুরবিন্দরের ট্যাকেলে হাতাহাতি পর্যন্ত হয়। শুক্রবার ফের সেই গুরবিন্দরের ট্যাকেলে চোট পেলেন এডু। 


 


এদিনই এমআরআই করা হয়েছে এডুর। এমআরআই রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা কঠিন সুপার কাপে এডুর সার্ভিস পাওয়া যাবে কি না ? এদিকে শুক্রবারও মাঠে সাইডলাইনে কর্তাদের সঙ্গে বসে সুভাষ ভৌমিকের অনুশীলন দেখলেন কোচ খালিদ জামিল। 


আরও পড়ুন- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়লেন ইব্রাহিমোভিচ