নিজস্ব প্রতিবেদন : জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা-এর ভারতীয় শাখার নিশানায় দেশের তাবড় ভিভিআইপিরা। সেই তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মতো একাধিক হেভিওয়েট ব্যক্তির নাম। ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সিকে(NIA)দেওয়া চিঠিতে তাদের এই মিশনের কথা নিজেরাই জানিয়েছে অল ইন্ডিয়া লস্কর-ই-তইবা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



এতদিন পাকিস্তানেই লস্কর-ই-তইবার বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় ছিলেন গোয়েন্দারা। এবার দেশের মধ্যেই পাক জঙ্গি সংগঠনের এই শাখার আত্মপ্রকাশে নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সংগঠনগুলি। এনআইএ-কে দেওযা চিঠিতে ভারতীয় ভিভিআইপিদের উপর বড়সড় নাশকতার হুমকি দেওয়া হয়েছে। জঙ্গিদের নিশানায় আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্টমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।


আরও পড়ুন - এক দশকে ভারতের সেরা ফিল্ডার কে? জানিয়ে দিলেন শ্রীধর


বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলকে হামলার হুমকি দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন অল ইন্ডিয়া লস্কর-ই-তইবা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির দফতরে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে BCCI-কে সতর্ক করেছে NIA। এরপরই ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তেসরা নভেম্বর থেকে শুরু ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।