নিজস্ব প্রতিবেদন: জেতাটা এখন তাঁর কাছে জলভাত। আরও একটি অনায়াস জয়ে উইম্বলডনের শেষ আটে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। এর সঙ্গেই ৫০তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে উঠলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। সোমবার জকোভিচ অল ইংল্যান্ড ক্লাবে প্রতিযোগিতার ১৭ নম্বর বাছাই চিলির ক্রিস্টিয়ান গ্যারিনকে স্ট্রেইট সেটে উড়িয়ে দেন। জকোভিচের পক্ষে ফল ৬-২, ৬-৪, ৬-২। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খেলার ফলই বলে দিচ্ছে সার্বিয়ান সুপারস্টারের সামনে এদিন দাঁড়াতে পারেননি গ্যারিন। যেভাবে জকোভিচ খেলছেন এই মরসুমে তাতে করে রজার ফেডেরারের কথাই সত্য প্রমাণিত হবে বলে মনে হচ্ছে। জকোভিচের হাতে উইম্বলডন ট্রফি উঠবে বলেই ফেডেরার ভবিষ্যদ্বাণী করেছেন। কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরির মার্টন ফুকসোভিক্সের মুখোমুখি হবেন জোকোভিচ। সেখান থেকেও যে তিনি পরের রাউন্ডে চলে যাবেন তা অনায়াসেই বলা যায়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)