নিজস্ব প্রতিবেদন: অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব এক ইতিহাসের সাক্ষী থাকলেন ভারতীয় টেনিস ফ্যানেরা। এই প্রথম উইম্বলডনে একই সময় একই কোর্টে চার ভারতীয় তারকা খেললেন। শুক্রবার মিক্সড ডাবলসে সানিয়া মির্জা (Sania Mirza) ও রোহন বোপান্নার (Rohan Bopanna) জুটি মুখোমুখি হয়েছিল অঙ্কিতা রায়না (Ankita Raina) ও রামকুমার রামানাথন (Ramakumar Ramanathan) জুটির। 'অল ইন্ডিয়ান অ্যাফেয়ার'-এ শেষ হাসি হাসলেন সানিয়ারা। তাঁদের পক্ষে ফল ৬-২, ৭-৬। এক ঘণ্টা ১৯ মিনিটের ম্যাচে কষ্টার্জিত জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সানিয়া-রোহন। পরের রাউন্ডে ফরাসি জুটি নিকোলাস মাহুত ও ক্রিস্টিনা মাদেনোভিচের মুখোমুখি হবেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ডাবলসে জয় দিয়ে Wimbledon-এ যাত্রা শুরু Sania Mirza-র


ডাবলস জিতে উইম্বলডন অভিযান শুরু করা সানিয়া এবার মিক্সড ডাবলসেও জয় ছিনিয়ে আনলেন। গতকাল সানিয়া মার্কিন সঙ্গী বিথ্যানি ম্যাটেন স্যান্ডসকে নিয়ে ডিজারি ক্রজিক ও অ্যালেক্সা গুয়ারাচি জুটিকে  ৭-৫, ৬-৩ ব্যবধানে হারিয়ে ছিলেন। এদিন স্বদেশীয় অঙ্কিতা-রামকুমারের জুটিকেও স্টেইট সেটে হারালেন তিনি। চার বছর পর সানিয়া উইম্বলডন খেলছেন। পুত্রসন্তানের জন্মের পর এই প্রথম উইম্বলডনের মত বড় আসরে নামলেন সানিয়া।সামনের মাসে টোকিওতে চতুর্থবারের জন্য অলিম্পিকে নামতে চলেছেন সানিয়া। ২৩শে জুলাই থেকে শুরু অলিম্পিক। সেখানে তাঁর পার্টনার অঙ্কিতা রায়না। অলিম্পিকের আগে উইম্বলডনে ভালো কিছু করতে মরিয়া ৬ বারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী। তাঁর থেকে পদকের আশায় থাকবেন আপামর ভারতবাসী। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)