নিজস্ব প্রতিবেদন: উইম্বলডনের প্রথম দিনেই সাক্ষী থাকল জোড়া অঘটনের। পুরুষ ও মহিলাদের সিঙ্গলস, দুই ইভেন্টই খেল ধাক্কা। সোমবার উইম্বলডনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ফরাসি ওপেনের রানার্স স্টেফানোস সিসিপাস (Stefanos Tsitsipas)  ও মহিলাদের সিঙ্গলসে দু’বারের চ্যাম্পিয়ন পেত্রা কিটোভা (Petra Kvitova) ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Wimbledon: ঘাসের কোর্টের রানিরা, সৌন্দর্য, শক্তি আর বুদ্ধির মিশেল


এদিন বিশ্বের চার নম্বর সিসিপাসকে স্ট্রেইট সেটে হারিয়ে দিলেন আমেরিকার ফ্রান্সিস টিয়াফো। বিশ্বের ৫৭ নম্বরের পক্ষে ফল  ৬-৪, ৬-৪, ৬-৩। নিঃসন্দেহে এই ঘটনা ছিল একেবারেই অপ্রত্যাশিত! অন্যদিকে স্লোন স্টিফেন্স হারিয়ে দিলেন ২০১১ ও ২০১৪ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন কিটোভাকে। টুর্নামেন্টের দশম বাছাই কিটোভাও হারলেন স্ট্রেইট সেটে। ২০১৭ সালের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন স্লোনের পক্ষে ফল ৬-৩, ৬-৪।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)