ওয়েব ডেস্ক: আরও কত কী যে হবে! সাদা অন্তর্বাস না পড়ায় বিপাকে পড়লেন জুনিয়র উইম্বলডনের  দুই খেলোয়াড়। বুঝুন কাণ্ড! দুজনকেই ম্যাচ অফিসিয়ালের সিদ্ধান্ত মেনে লকার রুমে গিয়ে পরিবর্তন করতে হল অন্তর্বাস। হাঙ্গেরির পাইরস ও চিনের ইবিং ডাবলসের খেলায় কোর্টে নেমেছিলেন নিজেদের রঙিন  অন্তর্বাস পড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আজ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ ভারতের মহিলা ক্রিকেট দলের


লাকি রংয়ের কুসংস্কারেই তারা এই কাজ করেছিলেন। কিন্তু উইম্বলডনের নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত তাদের  অন্তর্বাস বদলাতে  হল। প্রতিপক্ষ জুটির  ব্রাজিলীয় খেলোয়াড় নিয়ম না মেনে জোর করে অন্য রংয়ের অন্তর্বাস পরে খেলতে চাইলেও তাকেও অনুমতি দেননি অফিসিয়ালরা।


আরও পড়ুন  ধোনি চালু করেছেন স্যর, কিন্তু জানেন কি ওয়ার্ন জাদেজাকে কী বলে ডাকেন?