`হুবহু শোলে`, বিয়ে কর নাহলে ১৫০ ফুট উচু ইলেকট্রিক টাওয়ার থেকে ঝাঁপ দেবো!
১৫০ ফুট উচু ইলেকট্রিক টাওয়ারের ওপরে উঠে, ১৮ বছর বয়সী তরুণী চিৎকার করছেন, `বিয়ে কর নাহলে ১৫০ ফুট উচু ইলেকট্রিক টাওয়ার থেকে ঝাঁপ দেবো`, কোনও সিনেমার চিত্রনাট্য নয়, এই ঘটনার সাক্ষী থাকল ঝাড়খণ্ড।
ওয়েব ডেস্ক: ১৫০ ফুট উচু ইলেকট্রিক টাওয়ারের ওপরে উঠে, ১৮ বছর বয়সী তরুণী চিৎকার করছেন, "বিয়ে কর নাহলে ১৫০ ফুট উচু ইলেকট্রিক টাওয়ার থেকে ঝাঁপ দেবো", কোনও সিনেমার চিত্রনাট্য নয়, এই ঘটনার সাক্ষী থাকল ঝাড়খণ্ড।
শোলে সিনেমায় বসন্তীর জন্য বীরুর 'আর্তনাদের দৃশ্য' মনে আছে নিশ্চয়! সেই দৃশ্যই ঘটল আরও একবার, তবে ঘটনটা হল একটু উল্টো। ঝাড়খণ্ডের ১৮ বছর বয়সী তরুণী ১৫০ ফুট উচু ইলেকট্রিক টাওয়ারে উঠে নিজের প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চিৎকার করতে শুরু করেন। দুপুর ৩টে বেজে ৩০ মিনিট থেকে ৬টা পর্যন্ত চলে এই নাটকীয় প্রেম নিবেদন। গ্রামের সবাই এসে পৌঁছান ওই ১৫০ ফুট উচু ইলেকট্রিক টাওয়ার নীচে। কিছুতেই মানানো যায় না তাঁকে। অবশেষে আসে পুলিস। নামিয়ে নিয়ে আসা হয় তাঁকে এবং ভর্তি করা হয় হাসপাতালে। ডাক্তাররা জানিয়েছেন, তিনি এখন সুস্থ এবং কিছুক্ষণ পর্যবেক্ষণের পরই তাঁকে ছেড়ে দেওয়া হবে।