Nikhat Zareen: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের জয়জয়কার, সোনা জিতলেন নিখাত জারিন
তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত এই প্রতিযোগিতার ৫২ কেজি বিভাগে, থাইল্যান্ডের প্রতিযোগীকে কুপোকাত করলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের নিখাত জারিন (Nikhat Zareen)। তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত এই প্রতিযোগিতার ৫২ কেজি বিভাগে, থাইল্যান্ডের প্রতিযোগীকে কুপোকাত করলেন তিনি।
এর আগে চারজন ভারতীয় মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। তাঁরা হলেন, মেরি কম, সরিতা বিবি, জেনি আরএল এবং লেখা কেসি। নিখাত জারিন (Nikhat Zareen) হলেন প্রাক্তন যুব বিশ্ব চ্যাম্পিয়ন। ভারতের আরও দু'জন বক্সার মণিশা এবং পারভিন ব্রোঞ্জ জিতেছেন।
এর আগে ২০১৯-এ রাশিয়াতে হয়েছিল বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ (Women's World Boxing Championships)। সেই বছর একটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ জিতেছিল ভারত। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩৬টি মেডেল জিতেছে ভারত। রাশিয়া (৬০), চিনের (৫০) পর, তৃতীয় সবচেয়ে বেশি মেডেল প্রাপক ভারত।