ওয়েব ডেস্ক : রিওর পর এবার স্বপ্নভঙ্গ গ্লাসগোয়। সেই রূপোতেই থামলেন পিভি সিন্ধু। মহিলাদের বিশ্ব ব্যাডমিন্টনে নতুন চ্যাম্পিয়ন জাপানের ওকুহারা। সোনা জয়ের আশা জাগিয়েও শেষ রক্ষা করতে পারলেন না হায়দরাবাদী তরুণী। রবিবারের সন্ধ্যায় গ্লাসগোয় বিশ্ব ব্যাডমিন্টনের মেগা ফাইনালে সিন্ধু হারলেন ১৯-২১,২২-২০, ২০-২২ পয়েন্টে। সাইনার পর এবার ওকুহারার সিন্ধু বধ। আর তাতেই ভারতের সোনা জয়ের স্বপ্ন শেষ। টানটান উত্তেজনার ফাইনালে সিন্ধু ও ওকুহারার মধ্যে প্রায় কোনও পার্থক্যই ছিল না। প্রথম গেমে জিতে এগিয়ে গিয়েছিলেন জাপানিজ প্রতিপক্ষ। দ্বিতীয় গেম জিতে ফিরে আসেন সিন্ধু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজও জিতল ভারত


তৃতীয় গেমে একটা সময় ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিলেন ভারতীয় তারকা। এরপরই ছন্দপতন। স্নায়ুর লড়াইয়ে বজিমাত ওকুহারার। পরপর তিনটে পয়েন্ট জেতেন তিনি। মেগা ফাইনালে সেটাই টার্নিং পয়েন্ট। এরপরও ম্যাচের স্কোর ২০-২০ করেন সিন্ধু। তবে শেষ রক্ষা হল না। ২২-২০তে শেষ গেমটা জিতে বিশ্বচ্যাম্পিয়ন ওকুহারা।


আরও পড়ুন  হার্দিক পাণ্ডিয়াকে পিছনে বসিয়ে অটো চালালেন শিখর ধাওয়ান!