নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপে স্পেনের সঙ্গে ঐতিহাসিক ম্যাচ ড্র করার পর ফের একবার মাঠে নামছে পর্তুগাল। বি গ্রুপের এই ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ মরক্কো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সামনে রেখে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করতে চাইছেন পর্তুগাল কোচ। অন্যদিকে প্রথম ম্যাচে ইরানের কাছে হারের পর এটা ডু অর ডাই ম্যাচ মরক্কোর কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাশিয়ায় গোলবাজি- বিশ্বকাপের মাঝে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল সৌদি আরব দল!


এক শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে। আরেক শিবিরের আত্মবিশ্বাস তলানিতে। এই দুই ভিন্ন মানসিকতা নিয়ে বুধবারের ম্যাচে খেলতে নামছে পর্তুগাল এবং মরক্কো। পিছিয়ে পড়েও স্পেন সঙ্গে ড্র করে টগবগ করে ফুটছে পর্তুগাল শিবির। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফর্ম চাগিয়ে দিয়েছে পর্তুগালের আত্মবিশ্বাসকে। ফেভারিট হিসাবে মাঠে নামলেও প্রতিপক্ষ দলের রক্ষণ নিয়ে চিন্তিত পর্তুগাল কোচ ফার্নান্ডো স্যান্টস। কারণ আগের ম্যাচে ইরানকে ইঞ্জুরি টাইম পর্যন্ত আটকে দিয়েছিল মরক্কোর রক্ষণ। অন্যদিকে আত্মঘাতী গোলে ইরানের কাছে হেরে হতাশ মরক্কো।  বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় জয়ের খোঁজে নামবে মরক্কো দল। শেষবার ১৯৮৬ সালে শেষ বিশ্বকাপ ম্যাচ জিতেছিল মরক্কো। রোনাল্ডোকে আটকাতে সবরকম অস্ত্র প্রয়োগ করতে চান মরক্কোর কোচ। বুধবারের ম্যাচে চার ডিফেন্ডর নিয়ে খেলার সম্ভাবনা মরক্কো দলের। সব মিলিয়ে বলা যেতেই পারে রাশিয়া বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে ২ দল।


রাশিয়ায় গোলবাজি- নগ্ন নিশু! দল গোল করলেই বিস্ফোরণ