ICC World Cup 2019: অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আম্পায়ারিং নিয়ে সমালোচনায় মুখর প্রাক্তন ক্যারিবিয়ান কিংবদন্তি
এরপরেই টিভি রিপ্লেতে দেখা যায়, আগের বলটিতে ওভারস্টেপ করেছিলেন মিচেল স্টার্ক।
নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ১৫ রানে হেরে যাওয়ার পর ম্যাচের আম্পায়ারদের নিয়ে তীব্র সমালোচনা করেছেন মাইকেল হোল্ডিং। প্রাক্তন ক্যারিবিয়ান কিংবদন্তির কথায় বিশ্বকাপের মতো ম্যাচে জঘন্য আম্পায়ারিং। দুই অন-ফিল্ড আম্পায়ার নিউ জিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগের তীব্র সমালোচনা করেন তিনি।
অস্ট্রেলিয়ার ২৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পঞ্চম ওভারে মিচেল স্টার্কের আবেদনে ক্রিস গেইলের বিরুদ্ধে তিন-তিনবার আঙুল তুলেছিলেন আম্পায়ার গ্যাফানি। প্রথম দু বার আম্পায়ারের আউটের সিদ্ধান্তে রিভিউ নিয়ে বেঁচে যান ক্রিস গেইল। কিন্তু তৃতীয়বার দুর্ভাগ্য। রিভিউ নিলেও 'আম্পায়ারস কল'-এ নিজেকে বাঁচাতে পারেননি ইউনিভার্স বস। এরপরেই টিভি রিপ্লেতে দেখা যায়, আগের বলটিতে ওভারস্টেপ করেছিলেন মিচেল স্টার্ক। আম্পায়ারের নজর এড়িয়ে যাওয়ায় নো-বল ডাকেননি ক্রিস গ্যাফানি। গ্যাফানি নো-বল ডাকলে গেইলের আউট হওয়া বলটি ফ্রি হিট পেত ওয়েস্ট ইন্ডিজ। ফলে বেঁচে যেতেন ক্রিস গেইল। যেখানে ফ্রি হিট পাওয়ার কথা, সেখানে ক্রিস গেইলকে প্যাভিলিয়নে ফিরতে হয়।
এরপরই স্কাই টেলিভিশনের ধারাভাষ্যকার ৬৫ বছর বয়সী মাইকেল হোল্ডিং বলেন,"এই ম্যাচের আম্পায়ারিং জঘন্য।" এরপর রিভিউ নিয়ে দু বার বেঁচে যান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। বেশ কয়েকটি ওয়াইড বলের সিদ্ধান্তও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে গিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞদের একাদংশ। কার্লোস ব্রেথওয়েট বলেন," আমার মনে হয়ে এদিনের আম্পায়ারিং ছিল হতাশার। আমি জানি না আম্পায়ারিং নিয়ে মুখ খোলার জন্য আমার জরিমানা হবে কিনা!"তবে আম্পায়ার গ্যাফানির সিদ্ধান্ত হাস্যকর! সোশ্যাল সাইটে আম্পায়ারিং নিয়ে সমালোচনার ঝড়। বিশ্বকাপের মতো আসরে এমন ভুল যে ম্যাচের ফলাফলে প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন ক্রিকেটভক্তরা। কারণ গেইল আউট না হলে ফলাফলটা অন্যরকম হতে পারত বলেও মনে করছেন অনেকেই।
আরও পড়ুন - পাকিস্তানি সাংবাদিকের জুতোয় বাংলাদেশের জাতীয় পতাকার মতো দেখতে লোগো! বিতর্ক বিশ্বকাপে