নিজস্ব প্রতিবেদন : ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের কাছে হারের পর থেকে ঘরে-বাইরে সমালোচনায় বিদ্ধ পাকিস্তান ক্রিকেট দল। সরগরম পাকিস্তান ক্রিকেট দলের ড্রেসিংরুমও। ম্যাচ চলাকালীন পাক অধিনায়ক সরফরাজ আহমেদের হাই তোলা তো ইতিমধ্যেই ট্রোডল হয়েছে। মাঠে পাক অধিনায়কের হাই তোলা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ক্ষোভ উগড়ে দিয়েছেন পাক সমর্থকরা। সরফরাজের অধিনায়কত্ব নিয়েওসরব হয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। তবে দলের খারাপ পারফরম্যান্সের পর এবার সতীর্থদের সতর্ক করলেন পাক অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



শোয়েব মালিক, মহম্মদ হাফিজদের উদ্দেশ্যে সরফরাজ বলেন, " দেশে আমি একা ফিরব না। তোমরাও ফিরবে। ব্যর্থতার দায় আমাকে একা নিতে হবে না। জঘন্য পারফরম্যান্সের খেসারত সবাইকেই দিতে হবে। দেশবাসী আমাদের ওপর রাগে ফুঁসছে। খারাপ ফল হলে আমাদের সবাইকে কিন্তু তাদের ক্ষোভের সম্মুখীন হতে হবে।"


আরও পড়ুন- বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলার জন্য বোর্ডের অনুমতি চাইলেন যুবরাজ!


বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে পাকিস্তানের। পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছে তারা। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। পরিস্থিতি যা তাতে আর একটি ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে পাকিস্তান। তাই সতীর্থদের আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।